মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু ফেব্রুয়ারির ৬ তারিখ। প্রথম ম্যাচে পাওয়া যাবে না দলের সহ-অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul)। তা হলে ৬ তারিখের ম্যাচে রোহিতের ডেপুটি হিসেবে কে থাকছেন? বোর্ড সূত্রে খবর, এক ম্যাচের জন্য ভাইস ক্যাপ্টেন করা হবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আসলে, এক ম্যাচের জন্য এই পদ নিয়ে তেমন কিছু ভাবছে না বিসিসিআই (BCCI)। কারণ রোহিত (Rohit Sharma) কোনও কারণে মাঠ ছাড়লে, মাঠেই থাকবেন বিরাট কোহলি (Virat Kohli), শিখর ধাওয়ানের মত সিনিয়ররা। প্রয়োজন হলে তাঁরাই কিছু সময়ের জন্য দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ক্রিকেটমহল যদিও এই এক ম্যাচের সহ অধিনায়কের মধ্যে ইঙ্গিত পেতে পারে আগামীর নেতার। ঋষভ পন্থের মধ্যেই কি তা হলে পাওয়া যেতে পারে ভারতের পরবর্তী ক্যাপ্টেন?
বোর্ড সূত্রে খবর, টেস্ট অধিনায়কের দৌড়ে এখন নেই ঋষভ। অধিনায়ক হিসেবে যেমন রোহিত সবার আগে, তেমনই রোহিতের ডেপুটি হিসেবে কেএল রাহুল একপ্রকার নিশ্চিত। তৃতীয় বিকল্প হিসেবে আছেন জসপ্রীত বুমরা। তবে ওয়ার্কলোড ম্যানজেমেন্টের জন্য বুমরা সব সিরিজ খেলবেন না। অধিনায়ক ও সহ-অধিনায়কের দৌড়ে তাঁরাই আছেন, যাঁরা তিন ধরণের ক্রিকেটই ভারতের হয়ে টানা প্রতিনিধিত্ব করবেন। সেই দিক থেকে এখন নেতা ও সহ-নেতার দৌড়ে আছেন রোহিত, রাহুল ও ঋষভ।
বোর্ড সূত্রের খবর, অভিজ্ঞ রোহিতের বাইরে ক্যাপ্টেনের পদে আগামী দু’বছর কাউকে ভাবা হচ্ছে না। একমাত্র যদি কোনও সিরিজে রোহিত ও রাহুল দু’জনই অনুপস্থিত থাকেন তা হলেই ভাবা হবে ঋষভের নাম। একদিনের দলে শিখর ধাওয়ানের মত সিনিয়রও আছেন। যাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারত। ট্রফি হাতেই ফিরেছিলেন গব্বর। কিন্তু শিখরকে আগে পারফর্ম করে দলে নিজের জায়গা পাকা করতে হবে। তবে শিখরের থেকে এগিয়ে আছেন ঋষভ। কারণ একটাই, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে তাঁর অধিনায়কত্ব। পাশাপাশি, একজন উইকেটকিপার সব সময় অধিনায়ক ও বোলারকে উইকেটের পিছনে থেকে টিপস দিতে থাকেন। তাই রোহতি-রাহুল-বিরাট-শিখররা দলে থাকলে ঋষভ অধিনায়কত্ব নিয়ে আরও পরিণত হয়ে উঠতে পারবেন। আগামীর দিকে তাকিয়ে সেই সময়টা পন্থকে দিতে চাইছে বিসিসিআই।
আরও পড়ুন : রোহিতের হাতে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত, দাবি ড্যারেন সামির