India vs South Africa: দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের দল নির্বাচনে ফোকাসে কোন কোন ক্রিকেটার

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Dec 27, 2021 | 10:00 AM

Rohit Sharma: রবিবার শেষ হয়েছে বিজয় হাজারে ট্রফি। ডমেস্টিক ক্রিকেটে ওডিআই পারফরম্যান্স কেমন? তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে নেওয়ার সুযোগ পেয়েছেন নির্বাচকরা। পাশাপাশি রবিবার ফিটনেস টেস্টের প্রথম ধাপটে পেরিয়ে গেছেন সাদা বলের নেতা রোহিত শর্মা।

India vs South Africa: দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের দল নির্বাচনে ফোকাসে কোন কোন ক্রিকেটার
চোট সারিয়ে মাঠে ফিরতে তৈরি রোহিত হচ্ছেন রোহতি শর্মা। Pics Courtesy: Twitter

Follow Us

মুম্বই: বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে মাঠে নেমে পরেছে ভারত। প্রথম দিনে বেশ দাপুটে পারফরম্যান্সও এসেছে রাহুল-মায়াঙ্কদের ব্যাট থেকে। আর এই সময়েই দামামা বেজে গেছে আরও একটা দল নির্বাচনের (team selection)। দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজ থেকেই নতুন পথে হাঁটবে ভারতীয় ক্রিকেট (Indian Cricket)। কারণ সরকারি ভাবে ভারতীয় একদিনের দলের দায়িত্ব নেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম একদিনের সিরজ কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। কার থাকবেন হিট ম্যানের দলে। আজ দল ঘোষণার সম্ভাবনা। এমনই খবর বোর্ড সূত্রে।

রবিবার শেষ হয়েছে বিজয় হাজারে ট্রফি। ডমেস্টিক ক্রিকেটে ওডিআই পারফরম্যান্স কেমন? তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে নেওয়ার সুযোগ পেয়েছেন নির্বাচকরা। পাশাপাশি রবিবার ফিটনেস টেস্টের প্রথম ধাপটে পেরিয়ে গেছেন সাদা বলের নেতা রোহিত শর্মা। তাঁর দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও আর কোনও সংশয় নেই। আজ আরও একবার ফিটনেস টেস্ট দিতে নামবেন হিটম্যান। সব দিক থেকে একদিনের দল নির্বাচন সিলেক্টরদের মাথায়।

কে কে আসতে পারেন দলে। রোহিত জমানায় আবার কি একদিনের ক্রিকেটে ফিরবেন রবিচন্দ্রন অশ্বিন। আশায় আছেন ভারতীয় অফস্পিনার। এনসিএকে নিজেকে ফিট করে তোলার কাজ করছেন কুলদীপও। তবে তিনি ঘরোয়া ক্রিকেটে না নামা পর্যন্ত দলে ডাক পাবেন না। এদিকে বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড় ও ভেঙ্কটেশ আইয়ার। পাঁচটি ম্যাচে ৬০৩ রান কেরেছেন ঋতুরাজ। অন্যদিকে আইয়ারের ঝুলিতে আছে ৩৭৯ রান। পাশাপাশি রাহুল-রোহিত জমানায় আবার ভারতীয় দলের হয়ে দরজা খুলতে পারে অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানের। টি-২০ বিশ্বকাপ থেকে দলের বাইরে তিনি। যদিও বিজয় হাজারে ট্রফিতে থেমন ভালো পারফর্ম করতে পারেননি গব্বর। একাধিক অঙ্ক, একাধিক নাম। সব মিলে দল নির্বাচনটা বেশ কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে নির্বাচকদের কাছে।

 

আরও পড়ুন : Australia Cricket: তিন কোচের পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়ার

Next Article