রায়পুর: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে (Road Safety World Series) এ বার সচেতনতার বার্তা দিলেন ক্রিকেটের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও ব্রায়ান লারা (Brian Lara)। এই সিরিজের ব্র্যান্ড আম্বাসাডর মাস্টার ব্লাস্টার। পথ সচেতনতা বাড়ানোর জন্য সকলের উদ্দেশে বার্তা দিয়েছেন সচিন। ইন্সটাগ্রামে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োতে সচিনের সঙ্গে আছেন লারাও। সেখানে তিনি বলেন, “বাইক চালানোর সময় সকলের হেলমেট পরা দরকার। শুধু চালক হেলমেট পরলেই হবে না, পেছনে যিনি বসবেন তাঁরও হেলমেট পরা দরকার।”
রায়পুরে চলছে কিংবদন্তিদের ক্রিকেট টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। অবসর নেওয়া তারকা ক্রিকেটাররা খেলছেন এই সিরিজে মোট ৬টি দলে। লারাদের হারিয়েই সচিনরা পৌঁছে যান ফাইনালে। রবিবার এই সিরিজের ফাইনালে সচিনের ইন্ডিয়া লেজেন্ডসদের (India Legends) বিরুদ্ধে খেলতে নামবে তিলকরতন দিলসানের শ্রীলঙ্কা লেজেন্ডস (Sri Lanka Legends)।
আরও পড়ুন: কো-হিট জুটিতে বিশ্বজয়ের পরিকল্পনা টিম ইন্ডিয়ার!
ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে সব ম্যাচেই ব্যাট হাতে বাজিমাত করেছেন সচিন, সেওয়াগ, যুররাজরা। ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসদের হারাতে পারবে কিনা সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।