মুম্বই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও রবিন উথাপ্পা (Robin Utahppa)। ভারতীয় ক্রিকেটে প্রায় একই সময় এসেছিলেন এই দুই ক্রিকেটার। অনেক দিন থেকেই ঝাড়খণ্ডের ধোনিকে চেনেন কর্নাটকের রবিন। এখন দু’জনই খেলছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে। অনেকে বয়স হলেও নিলামে রবিনের ওপর ভরসা রেখেছে চেন্নাই। তার পিছনে যে ধোনির মাথা একটা বড় ভূমিকা নিয়েছে সেটা সবাই জানা। কিন্তু ধোনির সঙ্গে চেন্নাইয়ে একটা ছোট্ট সমস্যা হচ্ছে উথাপ্পার। আইপিএলের মাঝেই নিজের প্রাক্তন ক্যাপ্টেনকে নিয়ে এই কথা জানিয়েছেন রবিন। চেন্নাইয়ের আর এক প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে রাজস্থান রয়্যালসের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (R Ashwin) ইউটিউব চ্যানেলে ধোনির সঙ্গে নিজের বন্ধুত্ব ও ছোট্ট সমস্যার কথা বলেছেন উথাপ্পা।
সমস্যাটা ঠিক কী? সমস্যা ধোনিকে কি নামে ডাকবেন সেটা নিয়ে। ২০০৮ সালে রবিন উথাপ্পা ধোনির সঙ্গে শেষবার খেলেছিলেন জাতীয় দলে। তারপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি উথাপ্পাকে। এরপর আবার গত মরসুমে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে দু’জন। প্রায় ১২-১৩ বছর পর। অশ্বিনকে দেওয়া ইন্টারভিউয়ে রবিন বলেন, “এখন ওকে মাহি ভাই ডাকতে আমার বেশ সমস্যা হচ্ছিল। কারণ আমি যখন থেকে ওকে চিনি, আমি মাহি বলেই ডাকতাম। চেন্নাই শিবিরে যোগ দিয়ে ও প্রশ্ন করেছিলাম, তোমাকে কি বলে ডাকব, সবাই তোমাকে মাহি ভাই বলে। উত্তরে ধোনি বলে, ‘আমাকে এমএস বা মাহি বা যা খুশি সাই নামে ডেকো।’ মাহি এতটাই সহজ সরল। এটাই প্রমাণ করে ও কতটা সাধারণ ভাবে থাকে।”
ধোনিকে অনেক দিন থেকেই চেনেন রবিন। দুটি বিষয়ে ধোনির সঙ্গে নিজের মিল খুঁজে পান। প্রথমত বাইক ও গাড়ি নিয়ে দু’জনের সমান আগ্রহ এবং খাওয়া দাওয়া। উথাপ্পা জানিয়েছেন, ধোনি মজার একজন মানুষ।” ওর যদি কাউকে পছন্দ হয়, ধোনি তার সঙ্গে মজা করেই যাবে। তবে উল্টো দিকে থাকা মানুষটা যদি রেগে যায় ধোনি তাহলে থেমে যাবে। কারণ কাউকে দুঃখ দিতে চায় না মাহি।” ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের অংশ ছিলেন রবিন উথাপ্পা। ব্যাটিংয়ের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে গ্রুপ লিগের ম্যাচে বোল আউটে উথাপ্পাকে দিয়ে বোলিং করিয়ে চমক দিয়েছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়েও গত মরসুমে ধোনির সঙ্গে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন রবিন। এ বারও চেন্নাইয়ের বড় ভরসা অভিজ্ঞ এই ব্যাটার।
আরও পড়ুন : IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সে মৃত্যুর মুখে থেকে ফিরেছিলেন চাহাল!
মুম্বই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও রবিন উথাপ্পা (Robin Utahppa)। ভারতীয় ক্রিকেটে প্রায় একই সময় এসেছিলেন এই দুই ক্রিকেটার। অনেক দিন থেকেই ঝাড়খণ্ডের ধোনিকে চেনেন কর্নাটকের রবিন। এখন দু’জনই খেলছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে। অনেকে বয়স হলেও নিলামে রবিনের ওপর ভরসা রেখেছে চেন্নাই। তার পিছনে যে ধোনির মাথা একটা বড় ভূমিকা নিয়েছে সেটা সবাই জানা। কিন্তু ধোনির সঙ্গে চেন্নাইয়ে একটা ছোট্ট সমস্যা হচ্ছে উথাপ্পার। আইপিএলের মাঝেই নিজের প্রাক্তন ক্যাপ্টেনকে নিয়ে এই কথা জানিয়েছেন রবিন। চেন্নাইয়ের আর এক প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে রাজস্থান রয়্যালসের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (R Ashwin) ইউটিউব চ্যানেলে ধোনির সঙ্গে নিজের বন্ধুত্ব ও ছোট্ট সমস্যার কথা বলেছেন উথাপ্পা।
সমস্যাটা ঠিক কী? সমস্যা ধোনিকে কি নামে ডাকবেন সেটা নিয়ে। ২০০৮ সালে রবিন উথাপ্পা ধোনির সঙ্গে শেষবার খেলেছিলেন জাতীয় দলে। তারপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি উথাপ্পাকে। এরপর আবার গত মরসুমে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে দু’জন। প্রায় ১২-১৩ বছর পর। অশ্বিনকে দেওয়া ইন্টারভিউয়ে রবিন বলেন, “এখন ওকে মাহি ভাই ডাকতে আমার বেশ সমস্যা হচ্ছিল। কারণ আমি যখন থেকে ওকে চিনি, আমি মাহি বলেই ডাকতাম। চেন্নাই শিবিরে যোগ দিয়ে ও প্রশ্ন করেছিলাম, তোমাকে কি বলে ডাকব, সবাই তোমাকে মাহি ভাই বলে। উত্তরে ধোনি বলে, ‘আমাকে এমএস বা মাহি বা যা খুশি সাই নামে ডেকো।’ মাহি এতটাই সহজ সরল। এটাই প্রমাণ করে ও কতটা সাধারণ ভাবে থাকে।”
ধোনিকে অনেক দিন থেকেই চেনেন রবিন। দুটি বিষয়ে ধোনির সঙ্গে নিজের মিল খুঁজে পান। প্রথমত বাইক ও গাড়ি নিয়ে দু’জনের সমান আগ্রহ এবং খাওয়া দাওয়া। উথাপ্পা জানিয়েছেন, ধোনি মজার একজন মানুষ।” ওর যদি কাউকে পছন্দ হয়, ধোনি তার সঙ্গে মজা করেই যাবে। তবে উল্টো দিকে থাকা মানুষটা যদি রেগে যায় ধোনি তাহলে থেমে যাবে। কারণ কাউকে দুঃখ দিতে চায় না মাহি।” ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের অংশ ছিলেন রবিন উথাপ্পা। ব্যাটিংয়ের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে গ্রুপ লিগের ম্যাচে বোল আউটে উথাপ্পাকে দিয়ে বোলিং করিয়ে চমক দিয়েছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়েও গত মরসুমে ধোনির সঙ্গে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন রবিন। এ বারও চেন্নাইয়ের বড় ভরসা অভিজ্ঞ এই ব্যাটার।
আরও পড়ুন : IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সে মৃত্যুর মুখে থেকে ফিরেছিলেন চাহাল!