দুবাই: ২০২১ সালের বর্ষসেরা টি-২০ ও একদিনের দলে কোনও ভারতীয় ক্রিকেটার সুযোগ পাননি। কিন্তু বছরভর টেস্ট ক্রিকেটে দুরন্ত খেলার পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তিন ক্রিকেটার। বর্ষসেরা টেস্ট দলে (Test Team of the year) ভারত প্রতিনিধি ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma), উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant) ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বিশ্ব একদাশের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। ভারতের তিন ক্রিকেটারের পাশাপাশি পাকিস্তান থেকেও আছেন তিন ক্রিকেটার। আছেন নিউজিল্যান্ডের দুই এবং অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
Here’s your 2021 ICC Men’s Test Team of the Year ?
Are your favourite players a part of the XI? ? pic.twitter.com/GrfiaNDkpx
— ICC (@ICC) January 20, 2022
২০২১ সালে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে সফল হিটম্যান রোহিত। ক্যালেন্ডার ইয়ারে তাঁর ব্যাট থেকে এসেছে ৯০৬ টেস্ট রান। গড় ৪৭.৬৮। ২০২১ সালে দুটি সেঞ্চুরি এসেছে রোহিতের ব্যাট থেকে। একটি ঘরের মাঠে ইংল্যান্ড বিরুদ্ধে ও দ্বিতীয়টি ইংল্যান্ডের বিরুদ্ধেই ওভালে। ২০২২ সালে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোহিত জন্য। টি-২০ ও একদিনের পর টেস্ট ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্ব পেতে পারেন রোহিত শর্মা।
২০২১ সালে ঋদ্ধিমান সাহাকে টপকে দেশের এক নম্বর কিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঋষভ পন্থ। তাঁর হাত ধরেই ২০২১ সালের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জেতে ভারত। ২০২১ সালে ১২টি টেস্ট ম্যাচে ৭৪৮ রান করেছেন ঋষভ। গড় ৩৯.৩৬। আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন ঋষভ। পাশাপাশি উইকেটের পেছনে দাঁড়িয়ে ৩৯টি উইকেটের আছে তাঁর হাত।
রবিচন্দ্রন অশ্বিন ২০২১ সালে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়েছেন। মাঠের বাইরে যেমন বসতে হয়েছে তেমনই ৯টি টেস্টে ৫৪টি উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। পাশাপাশি ব্যাট হাতে ৩৫৫ রানও এসেছে অশ্বিনের ব্যাট থেকে। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছেন অশ্বিন।
বর্ষসেরা বিশ্ব টেস্ট একাদশ: দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক), মার্নস লাবুসেন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্থ (ভারত), রবিচন্দ্র অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), শাহিন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান)
আরও পড়ুন : ICC Ranking: অ্যাসেজ জয়ের পুরস্কার, ভারতকে সরিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া