Rohit Sharma: অবসর নয়, ট্রেনিং শুরু; অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে খেলবেন রোহিত শর্মা!
Indian Cricket News: স্বাভাবিক ভাবেই রোহিত ও বিরাটকে নিয়ে নানা জল্পনা চলছে। অস্ট্রেলিয়া সফরেই তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট সফরে ইতি হতে পারে এমনটাই খবর। এর মাঝেই অবশ্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

অবসর নয়, বরং দীর্ঘ পরিকল্পনা রোহিত শর্মার! এমনটা বলাই যায়। টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই কিংবদন্তি এখন শুধুই ওয়ান ডে ফরম্যাটে খেলেন। তবে ইংল্যান্ড সফরে এই দু-জনকে ছাড়াই টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতীয় দল। স্বাভাবিক ভাবেই রোহিত ও বিরাটকে নিয়ে নানা জল্পনা চলছে। অস্ট্রেলিয়া সফরেই তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট সফরে ইতি হতে পারে এমনটাই খবর। এর মাঝেই অবশ্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
লন্ডনে রয়েছেন বিরাট কোহলি। সেখানে তিনি যে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন, সেই ছবি পোস্ট করেছিলেন। ইয়ো ইয়ো টেস্টের পয়েন্টও প্রকাশ করেছিলেন। মুম্বইতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ওয়ান ডে টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাও। বন্ধু, ঘরোয়া ক্রিকেটের প্রাক্তন সতীর্থ তথা জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে প্রস্তুতি শুরুর ছবিও দিয়েছেন রোহিত। পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ সালে। ততদিন অবধি তাঁদের টিমে রাখা হবে কি না, এই নিয়ে জোর জল্পনা।
শোনা যাচ্ছে, খেলা চালিয়ে যেতে চান রোহিত। মার্চের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুধুমাত্র নেট প্র্যাক্টিস যথেষ্ট নয়। অস্ট্রেলিয়া সফরে ভারত এ দলের হয়েও খেলতে দেখা যেতে পারে এই দুই কিংবদন্তিকে। তেমনই জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রবল ঈশান কিষাণের। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে। ইংল্যান্ড সফরে ভারত এ দল দিয়ে মূলস্রোতে ফিরেছিলেন। চোট না থাকলে শেষ টেস্টে তাঁকেই রিজার্ভ কিপার হিসেবে ডাকা হত। অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে সাদা বলের ক্রিকেটেও প্রত্যাবর্তন হতে পারে।
