AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: টার্গেট করে নেওয়া হয় ক্রিকেটারদের… ভারতীয় ধারাভাষ্যকারদের বিরুদ্ধে বোমা ফাটালেন রোহিত!

বুধবারই টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেই বলছেন, চাপের মুখে অবসর নিতে বাধ্য করা হয়েছে তাঁকে। অবসরের পরের দিনই আবার নতুন বিতর্ক তুলে দিয়েছেন রোহিত।

Rohit Sharma: টার্গেট করে নেওয়া হয় ক্রিকেটারদের... ভারতীয় ধারাভাষ্যকারদের বিরুদ্ধে বোমা ফাটালেন রোহিত!
টার্গেট করে নেওয়া হয় ক্রিকেটারদের... ভারতীয় ধারাভাষ্যকারদের বিরুদ্ধে বোমা ফাটালেন রোহিত!Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: May 08, 2025 | 8:12 PM
Share

কলকাতা: বুধবারই টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেই বলছেন, চাপের মুখে অবসর নিতে বাধ্য করা হয়েছে তাঁকে। অবসরের পরের দিনই আবার নতুন বিতর্ক তুলে দিয়েছেন রোহিত। হিটম্যান প্রশ্ন তুললেন ভারতীয় ধারাভাষ্যকারদের নিয়ে। রোহিত এক সাক্ষাৎকারে যা বলেছেন, তাতে কিন্তু বিদ্ধ হয়েছেন অনেকেই। ভারতীয় ধারাভাষ্যকাররা নাকি টার্গেট করে নেন ক্রিকেটারদের, নেতিবাচক মন্তব্য করার জন্য।

অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতীয় ধারাভাষ্যকারদের তুলনা করে সমালোচনা করেছেন রোহিত। তাঁর কথায়, “আজকাল টিভিতে ধারাভাষ্যকাররা যেভাবে কথা বলেন তা সত্যিই হতাশাজনক। আমরা যখন অস্ট্রেলিয়ায় খেলতে যাই, তখন ওদের দেশের ধারাভাষ্য শুনলে মনে হয় সম্পূর্ণ ভিন্ন স্তরের। আমাদের সঙ্গে যেন রাত ও দিনের মতো তফাত। আমাদের দেশের ধারাভাষ্যকাররা ক্রিকেটারদের বেছে নেয়। এবং ওই খেলোয়াড় সম্পর্কে নেতিবাচক কথা বলে যান।”

কেন এমনটা হয়, তার কারণও উল্লেখ করেছেন রোহিত। বলেছেন, “আগে আমি দেখতাম যে ক্রিকেট রিপোর্টিংয়ে খেলার বিষয় নিয়ে আলোচনা হত। কিন্তু এখন আমি দেখি, কীভাবে আরও বেশি ভিউ পাওয়া যায় সেই নিয়েই ব্যস্ত থাকেন সবাই। ক্রিকেট নিয়ে এখনকার সময়ে খুব কম আলোচনা হয় রিপোর্টগুলোতে।”