Rohit Sharma : ভুলো মনের রোহিত, হোটেল রুমে ফেলে এলেন বিয়ের আংটি!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 14, 2023 | 10:00 AM

রোহিত শর্মার ভুলে যাওয়ার রোগ নতুন নয়। এই স্বভাবের জন্য প্রচুর নামিদামী জিনিস খুইয়েছেন তিনি। একবার বিয়ের আংটি হোটেল রুমে ফেলে চলে এসেছিলেন!

Rohit Sharma : ভুলো মনের রোহিত, হোটেল রুমে ফেলে এলেন বিয়ের আংটি!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: হোটেল, বিমানবন্দর, টিম বাসে অধিকাংশ সময় নিজের জিনিসপত্র ফেলে চলে যান। ভুলে যান পাসপোর্ট নিয়ে যেতে। কখনও টস জিতে ব্যাটিং বা ফিল্ডিং নেবেন সেটাও ভুলে গিয়ে মাথা চুলকোন। কখনও ব্যাট না নিয়েই মাঠে নেমে পড়েন! ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে দেখে তাঁর সতীর্থরা প্রায়ই বলে থাকেন, ‘কী ভুলো মন রে বাবা।’ রোহিতের ভুলে যাওয়ার ‘রোগ’ তাঁর সতীর্থ, পরিবার ও বন্ধু বান্ধবদের কাছে নতুন নয়। বরং হিটম্যানের ভুলে যাওয়ার অভ্যেস বহু পুরনো। বছর পাঁচেক আগেই রোহিতের এই অভ্যাস ফাঁস করে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। লজিস্টিক্যাল ম্যানেজার তাই আগেভাগেই জিজ্ঞসা করে নেন, রোহিত শর্মা সব জিনিসপত্র নিয়েছেন তো? রোহিত সায় দেওয়ার পরই টিম বাস ছাড়ে।” এই ভুলো মনের জন্য একবার বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন হিটম্যান। হোটেল রুমে ফেলে এসেছিলেন বিয়ের আংটি! বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

একটি সাক্ষাৎকারে সতীর্থর ভুলে যাওয়ার অভ্যেস নিয়ে রীতিমতো তালিকা দিয়েছিলেন বিরাট। তিনি বলেন, “রোহিত শর্মা এত জিনিসপত্র ভুলে যায় কী বলব। এত ভুলো মনের মানুষ আমি জীবনে দেখিনি। আইপ্যাড, মোবাইল ফোন, মানিব্যাগ…এমন কোনও জিনিস নেই যেটা ও হারায়নি। শুধু তাই নয়, ছোট-বড় প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্রও ভুলে গিয়েছে অনেক সময়। রোহিতের নিজেরও ধারণা নেই ও কত জিনিসপত্র ফেলে রেখে চলে যায়। তবে ওর এসবে থোড়াই কেয়ার! জিনিস হারালেই বলে, নতুন কিনে নেব।”

আইপ্যাড, মোবাইল, মানিব্যাগ আরও একটা কিনে নেওয়া যায়। কিন্তু বিয়ের আংটি তো কেনা যায় না। হোটেল রুমে আংটি ফেলে এসে বেজায় বিপদে পড়ে গিয়েছিলেন রোহিত। কারণ এক্ষেত্রে আরও একটা কিনে নেব বলা যায় না। একটি সাক্ষাৎকারে নিজের ভুলো মনের পরিচয় দিয়ে হিটম্যান বলেন, “তখন নতুন নতুন বিয়ে হয়েছে। সবসময় আংটি পরে থাকার অভ্যেস ছিল না। তাই ঘুমোনোর সময় আংটি খুলে রাখতাম। দেরী করে ঘুম থেকে ওঠার বাজে স্বভাব রয়েছে আমার। দেরী করব তারপর বিমান ধরার জন্য দৌড়ব। বিমান ধরার থাকলে সবসময় সতীর্থদের বলে রাখি হয় আমাকে ফোন করতে নয়তো সকালবেলায় ঘরের দরজায় কড়া নাড়তে (টিম হোটেলে থাকার সময়)। সেদিন কেউ আমাকে ডেকে দেয়নি। বেজায় দেরী হয়ে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠেই বেরিয়ে গিয়েছি।”

সতীর্থ উমেশ যাদবের হাতে আংটি দেখে নিজের হাতের দিকে তাকালে মনে পড়ে ঘুমোনোর সময় আংটি হোটেল রুমে খুলে রেখেছিলেন। আসার সময় তড়িঘড়িতে পরতে ভুলে গিয়েছেন। রোহিতের কাঁদো কাঁদো অবস্থা। কাউকে কিচ্ছু জানাননি। চুপচাপ হরভজন সিংয়ের কাছে গিয়ে বিষয়টা খুলে বলেন। হোটেলে হরভজনের পরিচিত কেউ ছিলেন। তাঁর মারফত রুমে গিয়ে আংটি খুঁজে দেখার অনুরোধ জানান রোহিত। পরে ঘটনাটি টিমের সবাই জেনে যায়। রোহিত কি আংটি ফিরে পেয়েছিলেন? হ্যাঁ, সেদিন ভাগ্যবশত আংটি  ফিরে পেয়েছিলেন হিটম্যান। নাহলে কপালে দুঃখ ছিল বইকি!

Next Article