কলকাতা: ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে কি নেতৃত্ব বাঁচিয়ে রাখতে পারবেন রোহিত শর্মা? কঠিন প্রশ্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপর্যয়ের ঘা এখন দগদগে। অধিনায়ক হিসেবে হারের দায়ভার উঠেছে রোহিতের (Rohit Sharma) কাঁধে। তাঁর নেতৃত্ব ও পারফরম্যান্স- দুটো নিয়েই কাঁটাছেঁড়া চলছে। হিটম্যানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে জোরালো। তবে হুট করে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে রাজি নয় বিসিসিআই। লাল বলের ফরম্যাটে নেতৃত্বের চাকরি বাঁচিয়ে রাখার জন্য রোহিত আর মাত্র একটা সুযোগ পাবেন। আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর। জুলাই মাসের ১২ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। নেতৃত্ব ও ব্যাটিংয়ে ধার, রোহিতকে এই দুটোই ফিরিয়ে নিয়ে আসতে হবে এই ক্যারিবিয়ান সফরে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি সূত্র জানিয়েছে, রোহিতের নেতৃত্ব নিয়ে এখনই বিপদ নেই। সবটাই গুঞ্জন। শিব সুন্দর দাস ও তার দলবল এখনও রোহিতকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করেনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনিই টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন। তবে এই দু বছরের WTC সাইকেলে রোহিত নেতৃত্বে থাকবেন কি না সেটা বড় প্রশ্ন। কারণ ২০২৫ সালের শেষে রোহিত শর্মার বয়স গিয়ে দাঁড়াবে ৩৮ বছরের কাছাকাছি। সেটা ভাবনা বিষয় অবশ্যই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের পর রোহিতের অধিনায়কত্ব নিয়ে ভাবনাচিন্তা শুরু করা হবে। সিরিজে তাঁর পারফরম্যান্স অনেকটাই নির্ভর করছে।
রোহিতকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ডের নির্বাচন কমিটি। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ডিসেম্বর মাস পর্যন্ত আর কোনও টেস্ট সিরিজ নেই। সেইসময় দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। ফলে হাতে অনেকটাই সময় থাকবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ততদিনে নির্বাচন কমিটির নতুন চেয়ারম্যান আসবেন। ওই বোর্ড কর্তা আরও জানিয়েছেন, বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর রোহিত শর্মা টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন্সির জন্য তৈরি ছিলেন না।