মুম্বই : একদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ জিততে হিমশিম খাচ্ছে ভারতীয় দল। অন্যদিকে টিম ইন্ডিয়ার সিনিয়র ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা (Rohit Sharma) এই সিরিজে বিশ্রামে রয়েছেন। রোহিত শর্মা সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় তার ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করে ফিরেছেন। বর্তমানে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি মুম্বইয়ে পাপারাৎজিদের ক্যামেরায় তোলা রোহিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে স্ত্রী ঋতিকা সচদে-কে সঙ্গে নিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ল্যাম্বরঘিনিতে চেপে শপিংয়ে বেরিয়েছেন রোহিত। নীল রঙা ওই গাড়ি থেকে রোহিতকে নামতে দেখে সেলফি তোলার জন্য় হুমড়ি খেয়ে পড়েন অনুরাগীরা। ভিড়ের মধ্যে অস্বস্তিতে পড়ে যান ঋতিকা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। তার আগে আয়ার্ল্যান্ড সফর রয়েছে। ওই সিরিজে নেই হিটম্যান। ৩০ অগস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়া কাপ। এরপর ওডিআই বিশ্বকাপ। দম ফেলার ফুরসত পাওয়া যাবে না। তাই ক্রিকেট থেকে বিরতিটা পরিবারের সঙ্গে মুম্বইয়েই কাটাচ্ছেন রোহিত। সম্প্রতি মুম্বইয়ে রোহিত শর্মা এবং তাঁর স্ত্রী ঋতিকা সজদে মুম্বইয়ের অ্যাডিডাস স্টোরে হাজির হন। জাতীয় দলের কিট স্পনসর অ্যাডিডাস। এছাড়া রোহিতের ব্যক্তিগত কিট স্পনসরও এই জার্মান সংস্থা। অ্যাডিডাসের স্টোরে রোহিত এসেছিলেন তাঁর ল্যাম্বরঘিনিতে চড়ে। এই গাড়ির দাম ৩.৫ কোটি টাকা। রোহিত শর্মার সংগ্রহে কয়েক কোটি টাকার গাড়ি রয়েছে।
Rohit Sharma and his wife in the Lamborghini. pic.twitter.com/AY4QwllWA6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 9, 2023
রোহিত শর্মার বার্ষিক আয় ২১৪ কোটি টাকা। তাঁর গাড়ির সংগ্রহে ল্যাম্বরঘিনি, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এবং টয়োটা গাড়ি সহ ৬-৭ কোটি টাকার গাড়ি রয়েছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রোহিত শর্মা বছরে ৭ কোটি টাকা আয় করেন। ম্যাচ প্রতি, গ্রেড এ প্লেয়ার হওয়ার কারণে হিটম্যান ওডিআইতে ৬ লাখ এবং টেস্টের জন্য ১৫ লাখ টাকা পান। এছাড়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে বড় অঙ্কের আয় করেন রোহিত।