Sourav Ganguly on Rohit Sharma: আমি যদি ওর জায়গায় থাকতাম… পারথ টেস্টে রোহিতের অনিশ্চয়তা নিয়ে বড় মন্তব্য মহারাজের
IND vs AUS: দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ভারতীয় টিমের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত শর্মা। এই প্রসঙ্গে এ বার মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
কলকাতা: হাতে আর মাত্র ৪টে দিন রয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) পারথ টেস্টে খেলবেন কিনা, তারপরও এটা নিশ্চিত নয়। বোর্ডও অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি। ১৫ ফেব্রুয়ারি পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। ১৬ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় তিনি ও তাঁর স্ত্রী ঋতিকা সজদে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর জানিয়েছেন। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ভারতীয় টিমের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত। এ বার যেহেতু রোহিত-ঋতিকার ছেলে ভূমিষ্ঠ হয়েছে, তাই অনেকেই বলছেন এরপর ভারত অধিনায়কের উচিত অস্ট্রেলিয়ায় যাওয়া। এই প্রসঙ্গে এ বার মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নিজের উদাহরণ টেনেছেন মহারাজ। হিটম্যানকে ঠিক কী বলেছেন সৌরভ?
টাইমস অব ইন্ডিয়াকে এক কর্তা রোহিতের বিষয়ে বলেছেন, ‘প্রথম টেস্টে রোহিত শর্মা খেলবেন না। তিনি পরিবারের সঙ্গে এবং সদ্যোজাতর সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে।’ এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ জানিয়েছেন, তাঁর মনে হয় রোহিতের পারথ টেস্টে খেলা উচিত।
RevSportz-কে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি আশা করি রোহিত শর্মা শীঘ্রই অস্ট্রেলিয়ায় যাবে। কারণ দলের ওর লিডারশিপটা প্রয়োজন। ওর স্ত্রী শুক্রবার রাতে পুত্রসন্তানের জন্ম দিয়েছে। আমি নিশ্চিত এ বার ও অস্ট্রেলিয়ায় যেতে পারবে। দ্রুত এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ওর। আমি যদি ওর জায়গায় থাকতাম, তা হলে অবশ্যই পারথ টেস্টে খেলতাম।’
এই খবরটিও পড়ুন
সেখানেই থেমে থাকেননি মহারাদ। তিনি আরও বলেন, ‘ম্যাচ শুরু হতে সপ্তাহখানেক দেরি রয়েছে। এটা যেহেতু বড় সিরিজ, তাই এই টেস্টের পর ওর অস্ট্রেলিয়ায় যাওয়া উচিত নয়। ও অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বেই টেস্ট সিরিজটা ভারতের শুরু করা দরকার।’
উল্লেখ্য, যদি শেষ অবধি ভারত-অস্ট্রেলিয়া ৫ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মাকে না পাওয়া যায়, তা হলে জসপ্রীত বুমরাকে পারথে নেতৃত্বে দেখা যাবে। তারপর সম্ভবত অ্যাডিলেড টেস্টের আগে রোহিত টিমে ফিরবেন।