লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) শুরু হতে তখন ২৪ ঘণ্টারও কম সময়। নেট মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ে একটি ছবি। বাঁ হাতের বুড়ো আঙুলে ব্যান্ডেজ বাঁধছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। মুখে যন্ত্রণার ভাব স্পষ্ট। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ফাইনালের আগের দিন অনুশীলনের সময় চোট পান অধিনায়ক। ফাইনালের একদিন আগে রোহিতের (Rohit Sharma) চোট প্রবল দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় সমর্থকদের। এমনিতেই রোহিত ভীষণ চোটপ্রবণ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট পাওয়া যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে তাঁর। আজ ভারতীয় সময় দুপুর তিনটে থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া WTC ফাইনাল। এখন প্রশ্ন হল রোহিতের চোট কতটা গুরুতর? তিনি কি আদৌ ফাইনালে খেলতে পারবেন? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
মঙ্গলবার ওভালে অনুশীলনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগে রোহিতের। সঙ্গে সঙ্গে ফিজিও কমলেশ তাঁকে পরীক্ষা করেন। আঙুলে ব্যান্ডেজ জড়িয়ে দেন। তারপরও ব্যাটিং করতে দেখা যায় তাঁকে। তবে বেশিক্ষণ অনুশীলন করার ঝুঁকি নেননি রোহিত। নেট ছেড়ে বেরিয়ে আসেন। সেই মুহূর্তে চোট খুব একটা গুরুতর মনে না হলেও ম্যাচের দিন সকালে চোটের অবস্থা কেমন থাকে সেটাই দেখার। রোহিত একান্তই না খেলতে পারলে বিপাকে পড়ে যাবে ভারতীয় শিবির। দলের ক্যাপ্টেন্সি ছাড়াও শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে নামার কথা তাঁর। তাই নেতৃত্ব দেওয়ার জন্য যেমন কাউকে বেছে নিতে হবে তেমনই গিলের সঙ্গে ইনিংসের সূচনায় হয়তো ঈশান কিষাণকে বেছে নেওয়া হবে। এদিকে লোকেশ রাহুল ছিটকে যাওয়ার সহ-অধিনায়ক হিসেবে অন্য কারও নাম ঘোষণা হয়নি। তাই রোহিত নেতৃত্ব দিতে না পারলে নেতা বেছে নেবে টিম ম্যানেজমেন্ট।
সব ঠিকঠাক থাকলে এই প্রথম বার বিদেশের মাটিতে টেস্টে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। গতবছর কোভিডের কারণে ইংল্যান্ডে খেলতে পারেননি। ২০২২ সালে বাংলাদেশ সফরের আগে চোট পেয়েছিলেন। রোহিত দেশের বাইরে টেস্ট ফরম্যাটে এখনও পর্যন্ত একটি শতরান করেছেন। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ওভাল স্টেডিয়ামেই ১২৭ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। ছয় হাঁকিয়ে শতরান পূর্ণ করেছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রোহিতের কেরিয়ারের ৫০তম টেস্ট।