Rohit Sharma: এশিয়া কাপে ভারতের স্কোয়াড ঘোষণা কবে? বিসিসিআইয়ের মিটিংয়ে থাকবেন রোহিত শর্মা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 19, 2023 | 3:15 PM

Asia Cup: কয়েকদিন আগে ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকর জাতীয় দলের প্রধান নির্বাচক হয়েছেন। এ বার দেখার তিনি এশিয়া কাপের জন্য কেমন ভারতীয় দল বেছে নেন।

Rohit Sharma: এশিয়া কাপে ভারতের স্কোয়াড ঘোষণা কবে? বিসিসিআইয়ের মিটিংয়ে থাকবেন রোহিত শর্মা
এশিয়া কাপে ভারতের স্কোয়াড ঘোষণা কবে? বিসিসিআইয়ের মিটিংয়ে থাকবেন রোহিত শর্মা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: আসন্ন এশিয়া কাপের (Asia Cup) জন্য ভারতের স্কোয়াড ঘোষণা কবে হবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। কয়েকদিন আগে ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকর জাতীয় দলের প্রধান নির্বাচক হয়েছেন। এ বার দেখার তিনি এশিয়া কাপের জন্য কেমন ভারতীয় দল বেছে নেন। সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, আগামী সোমবার, ২১ অগস্ট নয়াদিল্লিতে এক বৈঠক করবে বিসিসিআই (BCCI)। এই বৈঠকের আলোচ্য বিষয়, এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড কী হবে। জানা গিয়েছে, বিসিসিআইয়ের ওই মিটিংয়ে উপস্থিত থাকবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কয়েক দিন আগে জানা গিয়েছিল, ২০ অগস্ট রবিবার আসন্ন এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হবে। যদিও এখন জানা যাচ্ছে সোমবার, ২১ অগস্ট নয়াদিল্লিতে এক বৈঠক করতে চলেছে বিসিসিআই। আর সেখানেই উপস্থিত থাকবেন ভারত অধিনায়ক। আসলে, এখন ডাবলিনে চলছে ভারত-আয়ার্ল্যান্ড টি-২০ সিরিজ। সেই সিরিজে জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণাদের পারফর্ম্যান্সের দিকে নজর রয়েছে বোর্ডের। এ বারের এশিয়া কাপ আসলে বিশ্বকাপে খেলা দেশ গুলো জন্য প্রস্তুতির মঞ্চ হতে চলেছে। তাই অনেক অঙ্ক কষে এশিয়া কাপের স্কোয়াড বাছতে চলেছে ভারত।

দীর্ঘ ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জসপ্রীত বুমরা। আর কামব্যাক ম্যাচে তিনি দারুণ পারফর্ম করেছেন। আইরিশদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২ উইকেট নিয়েছেন বুমরা। ফলে তিনি কতটা ফিট তা প্রমাণ করায় এশিয়া কাপের স্কোয়াডে তাঁর নাম থাকার প্রবল সম্ভবনা রয়েছে। ভারতীয় উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল বেঙ্গালুরুর এনসিএতে প্রচুর পরিশ্রম করেছেন। তিনিও পুরো ফিট। এশিয়া কাপের স্কোয়াডে রাহুলের নাম থাকার সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে, ভারতের আর এক ক্রিকেটার শ্রেয়স আইয়ার এখনও পুরো ফিট নন। তাই তাঁকে হয়তো এশিয়া কাপের স্কোয়াডে নাও দেখা যেতে পারে।

গত ১৯ জুলাই বিসিসিআই সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিলেন। টুর্নামেন্ট শুরু হবে ৩০ অগস্ট। কিন্তু এখনও ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়নি।

Next Article