AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ওয়াংখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড, উদ্ধোধনী অনুষ্ঠানে কান্না স্ত্রী ঋতিকার!

Rohit Sharma Stand at Wankhede: ঘরোয়া ক্রিকেটেও মুম্বইকে প্রতিনিধিত্ব করেন। রোহিতকে নিয়ে গর্বিত মুম্বই ক্রিকেট সংস্থা। আইপিএলের মাঝেই মুম্বই ক্রিকেট সংস্থার তরফে ঘোষণা করা হয় রোহিতকে সম্মান জানিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড রোহিতের নামে হবে।

Rohit Sharma: ওয়াংখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড, উদ্ধোধনী অনুষ্ঠানে কান্না স্ত্রী ঋতিকার!
Image Credit: PTI
| Updated on: May 17, 2025 | 4:30 PM
Share

কলকাতা: ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম একজন রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেট পরিচিত ‘হিটম্যান’ নামে। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ১৭ বছরের বেশি সময় ধরে। গড়েছেন একাধিক কীর্তি। তাঁর জাদুকরী ব্যাটিংয়ের ফ্যান অনেকেই। ক্যাপ্টেন হিসেবেও তাঁর জুড়ি মেলা ভার। দেশের হয়ে জিতেছেন একাধিক আইসিসি ট্রফি। সদ্য তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটকে বিদায় জানান। সদ্য টেস্ট ক্রিকেট থেকেও নিজের অবসর ঘোষণা করেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অন্যতম সফল ক্যাপ্টেন রোহিত। তাঁর নেতৃত্বেই পাঁচ বার ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরোয়া ক্রিকেটেও মুম্বইকে প্রতিনিধিত্ব করেন। রোহিতকে নিয়ে গর্বিত মুম্বই ক্রিকেট সংস্থা। আইপিএলের মাঝেই মুম্বই ক্রিকেট সংস্থার তরফে ঘোষণা করা হয় রোহিতকে সম্মান জানিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড রোহিতের নামে হবে। অবশেষে তার উদ্বোধন হল। মুম্বই এবং ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের পাশাপাশি ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ বার রোহিতের নামেও স্ট্যান্ড। অনুষ্ঠানে রোহিতের পরিবারও উপস্থিত ছিল। এমন গর্বের মুহূর্তে রোহিতের স্ত্রী ঋতিকার চোখে জল! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য। এটা যে গর্ব এবং আনন্দের কারণেই, বলার অপেক্ষা রাখে না।

রোহিত এই সম্মান পাওয়াকে অত্যন্ত স্পেশাল বলে উল্লেখ করেছেন। এটাও বলেছেন, আবার যখন এই মাঠে খেলবেন তাঁর জন্য আলাদা অনুভূতি তৈরি করবে। রোহিত এই অনুষ্ঠানে এসে বলেছেন, ‘দেশের হয়ে দুটি ফরম্যাট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছি। শুধুমাত্র একদিনের ক্রিকেটে দেশের হয়ে খেলছি। তবে খেলতে খেলতেই এই ধরনের সম্মান পাওয়া খুবই স্পেশাল আমার কাছে। ২১ তারিখ যখন আমি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলব তখন স্ট্যান্ডে আমার নাম দেখে আমি সত্যি খুবই খুশি হব।’