IPL 2022: তরুণ অনুজ ও অভিজ্ঞ বিরাটের ব্যাটে ফিকে সূর্যর লড়াই

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 09, 2022 | 11:38 PM

এমসিএ স্টেডিয়ামে ৭ উইকেটে মুম্বইকে হারাল আরসিবি। এই নিয়ে টানা ৪ ম্যাচে হারের মুখ দেখল রোহিতের মুম্বই।

IPL 2022: তরুণ অনুজ ও অভিজ্ঞ বিরাটের ব্যাটে ফিকে সূর্যর লড়াই
IPL 2022: তরুণ অনুজ ও অভিজ্ঞ বিরাটের ব্যাটে ফিকে সূর্যর লড়াই

Follow Us

মুম্বই ইন্ডিয়ান্স ১৫১-৬ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৫২-৩ (১৮.৩ ওভারে)

পুনে: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে তরুণ ক্রিকেটারদের উঠে আসার মঞ্চ, তার প্রমাণ আবারও একবার পাওয়া যাচ্ছে চলতি আইপিএলে (IPL 2022)। শনিরাতে উজ্জ্বল হয়ে থাকলেন আরসিবির অনুজ রাওয়াত (Anuj Rawat)। ২২ বছরের অনুজের পারফরম্যান্স আজ বিশেষ নজর কেড়ে নিল। একইসঙ্গে আজ অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে জিতল আরসিবি (RCB)। অনুজ রাওয়াত ও বিরাট কোহলি (Virat Kohli) জুটিতে জমজমাট হল শনিরাতের মেগা ম্যাচ। তবে ৫ বারের আইপিএলজয়ীরা, চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মতো এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলেও জয়ের স্বাদ পেল না।

পুনের এমসিএ স্টেডিয়ামে টসে জিতে শুরুতে রোহিতদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসি। শুরুটা ভালোই করেছিলেন মুম্বইয়ের ওপেনিং জুটি। পাওয়ার প্লে-র মধ্যে রোহিত-ঈশান জুটি ৪৯ রান তুলে নেয়। এরপরই মুম্বইকে প্রথম ধাক্কা দেন হর্ষল প্যাটেল। ক্যাপ্টেন রোহিত ২৬ রান করে সাজঘরে ফেরেন। ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিস হন ভানিন্দু হাসারঙ্গার প্রথম শিকার। ১১ বলে ৮ রান করে মাঠ ছাড়েন ব্রেভিস। এর পর ৬২ রানের মাথায় পর পর তিন উইকেট হারিয়ে ফেলে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল মুম্বই। ১০ ওভারের দ্বিতীয় বলে বাংলার আকাশদীপ ঈশান কিষাণের (২৬) উইকেট তুলে নেওয়ার পর তিলক ভার্মাকে রান আউট করেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারেই কায়রন পোলার্ডকে এলবিডব্লিউ করেন ভানিন্দু হাসারঙ্গা। তিলক ও পোলার্ডের ব্যাট থেকে কোনও রান আসেনি। এর পর রমনদীপ সিংয়ের উইকেট তুলে নিয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ে আরও ধাক্কা দেন হর্ষল।

এর পর দলের সম্মানরক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেন সূর্যকুমার যাদব। শেষ বেলায় তাঁর সঙ্গী হন জয়দেব উনাদকট। সপ্তম উইকেটে ৭২ রান তোলেন সূর্য-জয়দেব জুটি। এ বারের আইপিএলে সূর্যর এটাই দ্বিতীয় ম্যাচ। ৩৭ বলে ৬৮ রানে নজরকাড়া অপরাজিত ইনিংস খেলে যান সূর্যকুমার যাদব। যার মধ্যে ছিস ৫টি চার ও ৬টি ছয়। পাশাপাশি ১৩ রানে নট আউট থাকেন জয়দেব। সূর্যর ব্যাটে ভর করেই মুম্বই আরসিবিকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল। দলের কঠিন পরিস্থিতিতেও সূর্যর ব্যাট যেভাবে জ্বলে উঠেছিল তা, নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

রান তাড়া করতে নেমে মুম্বইয়ের মতোই শুরুটা ভালো করেছিল আরিসিবিও। নবম ওভারের প্রথম বলে জয়দেব উনাদকট প্রথম ধাক্কা দেন আরসিবিকে। ২৪ বল খেলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান ব্যাঙ্গালোরের অধিনায়ক। এর পর আরসিবির হয়ে জুটি বাঁধেন তরুণ অনুজ ও অভিজ্ঞ বিরাট। দুরন্ত ছন্দে এই জুটি আরসিবিকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু ১৭ ওভারের পঞ্চম বলে রান আউট মাঠ ছেড়ে যান অনুজ। তবে দ্বিতীয় উইকেটে ৮০ রান ওঠে। ১৯ ওভারের প্রথম বলে ডিওয়াল্ড ব্রেভিস ফেরান বিরাট কোহলিকে। বেবি এবির আইপিএল কেরিয়ারে এটাই প্রথম উইকেট। ৩৬ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন ভিকে। শেষ বেলায় ক্রিজে ছিলেন দীনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল। ৯ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় আরসিবি। ১৯ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পর পর দুটো চার মেরে দলকে জিতিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল (৮*)। ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন ডিকে। এবং এই ম্যাচে জয়ের পর লিগ টেবলের তিন নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা।

সংক্ষিপ্ত স্কোর: মুম্বই ১৫১-৬ (সূর্যকুমার যাদব ৬৮*, রোহিত শর্মা ২৬, ঈশান কিষাণ ২৬, হর্ষল প্যাটেল ২-২৩, ভানিন্দু হাসারঙ্গা ২-২৮)। ব্যাঙ্গালোর ১৫২-৩ (অনুজ রাওয়াত ৬৬, বিরাট কোহলি ৪৮, জয়দেব উনাদকট ১-৩০, ডিওয়াল্ড ব্রেভিস ১-৮)।

Next Article