RCB, IPL 2023: বোলিং ব্যর্থতায় নাজেহাল! অবসর ভেঙে ফেরা বাঁ হাতি পেসারকে নিল আরসিবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 07, 2023 | 6:18 PM

IPL 2023: রিস টপলি ও রজত পাতিদারের বদলি হিসেবে আরসিবি দলে যোগ দিলেন কারা?

RCB, IPL 2023: বোলিং ব্যর্থতায় নাজেহাল! অবসর ভেঙে ফেরা বাঁ হাতি পেসারকে নিল আরসিবি
বোলিং ব্যর্থতায় নাজেহাল! অবসর ভেঙে ফেরা বাঁ হাতি পেসারকে নিল আরসিবি
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: ১৬তম আইপিএল (IPL 2023) শুরু হওয়ার আগে থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির চোট সমস্যায় জর্জরিত ছিল। টুর্নামেন্ট যত এগোচ্ছে বিরাটের দলকে যেন আরও চেপে বসছে চোট-আঘাতের সমস্যা। আরসিবির (RCB) হয়ে এই মরসুমের প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চোট পেয়েছিলেন রিস টপলি। বৃহস্পতিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে তিনি খেলেননি। আজ, শুক্রবার রিস টপলির পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার এক তারকা ক্রিকেটারকে নিয়েছে আরসিবি। টপলির পাশাপাশি গত মরসুমে আরসিবি জার্সিতে নজর কাড়া রজত পাতিদারও পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এই দু’জনের বদলি হিসেবে আরসিবি দলে যোগ দিলেন কারা? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

বোলিং ব্যর্থতায় নাজেহাল হয়ে আরসিবি রিস টপলির পরিবর্তে দলে নিয়েছে অবসর ভেঙে ফেরা প্রোটিয়া তারকা ওয়েন পার্নেলকে। আর রজতের পরিবর্ত হিসেবে আরসিবিতে যোগ দিলেন কর্ণাটকের বিশাক বিজয় কুমার। আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টপলি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান। পাতিদার গোড়ালির চোটের কারণে আরসিবির প্রথম ম্যাচে অংশগ্রহণই করেননি। তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি এবং সেই কারণেই আইপিএলের ১৬তম সংস্করণ থেকে তিনি ছিটকে গিয়েছেন।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি তারকা পেসার পার্নেল ৭৫ লক্ষ টাকায় আরসিবি দলে যোগ দিলেন। পার্নেল এই প্রথম বার আইপিএলে খেলছেন তেমনটা নয়, তিনি এর আগে আইপিএলে ২৬টি ম্য়াচ খেলে ২৬টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৬টি টি-২০ ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে পার্নেলের। প্রোটিয়া দলে ৬টি টেস্ট ও ৭৩টি ওডিআই ম্যাচেও খেলেছেন তিনি। প্রোটিয়া পেসার ওয়েন পার্নেল নতুন বলকে দুই দিকেই সুইং করাতে পারেন। সীমিত ওভারের ক্রিকেটে তিনি বিশ্বের সেরা জোরে বোলারদের মধ্যে একজন। লোয়ার অর্ডারে পার্নেল ব্যাট হাতেও ম্যাচ বের করার ক্ষমতা রাখেন। মাত্র ২৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন পার্নেল। এরপর ২০২১ সালে ফের অবসর ভেঙে ২২ গজে ফিরেছেন তিনি। ২২ বছর বয়সে নিজের জন্মদিনে ধর্ম পরিবর্তন করেছিলেন ওয়েন পার্নেল।

অন্যদিকে, কর্ণাটকের বিজয় ২০ লক্ষ টাকার বিনিময়ে আরসিবিতে যোগ দিলেন। তিনি ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে ১৪টি ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছেন।

Next Article