মুম্বই: ১৬তম আপিএলের (IPL 2023) একটা করে দিন এগোচ্ছে। আগামী ২ মাস ধরে চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আগামী কাল শনি বার রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডাবল হেডার। শনি-বিকেলে বর্ষাপাড়ায় মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ও ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। তারপর শনি-রাতে ওয়াংখেড়েতে হবে রোহিত-ধোনি দ্বৈরথ। আসলে শনিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চলতি আইপিএলে চেন্নাই এখনও অবধি ২টি ম্যাচে খেলে ১টিতে জিতেছে আর ১টিতে হেরেছে। মুম্বই খেলেছে ১টি ম্যাচে এবং সেটিতে হেরেছে। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩৪ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে মুম্বই জিতেছিল ২০ বার আর সিএসকে জিতেছিল ১৪ বার। এ বার দেখার নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কবে হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি (৮ এপ্রিল) আগামী কাল, শবিবার হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।