RCB vs UPW Highlights, WPL 2023 : আরসিবিকে ১০ উইকেটে হারাল ওয়ারিয়র্স
Royal Challengers Bangalore vs UP Warriorz Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের অষ্টম ম্যাচে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউপি ওয়ারিয়র্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।
মুম্বই: গত শনিবার শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। টুর্নামেন্টের অষ্টম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউপি ওয়ারিয়র্স। হারের হ্যাটট্রিক করে প্রবল চাপে ছিল আরসিবি। অধিনায়ক স্মৃতি মান্ধানা ভালো শুরু করেও বড় স্কোর গড়তে পারছিলেন না। গত ম্যাচে রান তাড়ায় সোফি ডিভাইন, হেদার নাইটরা শেষ দিক মরিয়া চেষ্টা করেছিলেন। শুরুটা ভালো না হলে ম্যাচ জেতা কঠিন। একই ফলের পুনরাবৃত্তি আরসিবির। স্মৃতি মান্ধানা ব্যর্থ। টানা চতুর্থ ম্যাচে হার আরসিবির। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৩৮ রানেই অলআউট স্মৃতি মান্ধানারা। ওয়ারিয়র্সের হয়ে সোফি এক্লেস্টন ৪ এবং দীপ্তি শর্মা ৩ উইকেট নেন। ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একদিকে বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক অ্যালিসা হিলি। দেবিকা বৈদ্য ইনিংস অ্যাঙ্কর করেন। শেষ অবধি ১০ উইকেটে জয় ইউপি ওয়ারিয়র্সের। WPL এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE NEWS & UPDATES
-
এক নজরে
- টসে জিতে ব্যাটিং নেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা।
- পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি তারা। ১৯.৩ ওভারে ১৩৮ রানেই অলআউট।
- এলিস পেরি অর্ধশতরান করেন।
- ওয়ারিয়র্সের দুই স্পিনার সোফি এক্লেস্টন ৪ এবং দীপ্তি শর্মা ৩ উইকেট নেন।
- ওপেনিং জুটিতে বদল করে ওয়ারিয়র্স। শ্বেতার জায়গায় অ্যালিসা হিলির সঙ্গী হন দেবিকা বৈদ্য।
- শেষ অবধি এই জুটিই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে।
- আরসিবিকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারাল ইউপি ওয়ারিয়র্স।
-
অভিষেক
উইমেন্স প্রিমিয়ার লিগে অভিষেক হল আরসিবির বাঁ হাতি স্পিনার সাহানা পওয়ারের। পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে আনা হল তাঁকে। প্রথম ওভারে দিলেন ১১ রান।
-
-
ওপেনিংয়ে পরিবর্তন
অ্যালিসা হিলির সঙ্গে গত ম্যাচ দুটিতে ওপেন করেছিলেন শ্বেতা শেরাওয়াত। এই ম্য়াচে ওপেন করছেন দেবিকা বৈদ্য, অ্যালিসা হিলি।
-
এক নজরে
- টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা।
- সোফি ডিভাইন-এলিস পেরির দারুণ ইনিংস।
- মিডল ও লোয়ার অর্ডারে বিপর্যয়।
- পুরো ওভারও ব্যাট করতে ব্যর্থ। ১৯.৩ ওভারে ১৩৮ রানে অলআউট আরসিবি।
- এলিস পেরি অর্ধশতরান করেন।
- ইউপি ওয়ারিয়র্সের হয়ে সোফি এক্লেস্টন ৪ এবং দীপ্তি শর্মা ৩ উইকেট নেন।
-
সোফিকে ফেরালেন সোফি
সোফি ডিভাইন অনবদ্য ব্য়াটিং করছিলেন। তাঁকে ফেরালেন বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টন।
-
-
ফের স্পিনের শিকার
গত তিন ম্যাচেই স্পিনারদের বিরুদ্ধে সমস্য়ায় পড়ছিলেন স্মৃতি মান্ধানা। এ দিন বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে ফিরলেন স্মৃতি।
-
সোফি…
গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন। প্রথম ওভারেই বিধ্বংসী মেজাজে সোফি ডিভাইন। প্রথম ওভারে এল ১৩ রান।
-
একাদশ আপডেট
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ- স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, এরিন বার্নস, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, কনিকা আহুজা, সাহানা পওয়ার, কোমল জানজাদ, রেনুকা সিং ঠাকুর।
ইউপি ওয়ারিয়র্স একাদশ-অ্যালিসা হিলি, শ্বেতা শেরাওয়াত, কিরণপ্রভু নবগীরে, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, সিমরন শেখ, দেবিকা বৈদ্য, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়
-
টস আপডেট
টসের জন্য প্রস্তুত স্মৃতি মান্ধানা ও অ্যালিসা হিলি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
-
নজরে স্মৃতি
আরসিবি অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। গত তিন ম্যাচেই ভালো শুরু করেছেন। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ। সবচেয়ে বেশি চাপে দেখিয়েছে স্পিনের বিরুদ্ধে। ইউপি ওয়ারিয়র্সের স্পিন আক্রমণ খুবই ভালো।
-
আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষা…
উইমেন্স প্রিমিয়ার লিগে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউপি ওয়ারিয়র্স। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On - Mar 10,2023 6:30 PM