RR vs KKR, IPL 2021 Match 18 Result: কেকেআরকে হারিয়ে রাজস্থানকে জেতাল ক্যাপ্টেন সঞ্জু

Apr 24, 2021 | 11:33 PM

RR vs KKR Live Score: রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RR vs KKR, IPL 2021 Match 18 Result: কেকেআরকে হারিয়ে রাজস্থানকে জেতাল ক্যাপ্টেন সঞ্জু
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)

Follow Us

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে আজ মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। জয়ের খোঁজে ছিল দুই দলই। শেষ হাসি ফুটল রাজস্থান শিবিরে। টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে, ৯ উইকেট হারিয়ে নাইটরা তোলে ১৩৩ রান। রাজস্থানের টার্গেট  ছিল ১৩৪। রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে, ৭ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করেন সঞ্জু স্যামসনরা। ৬ উইকেটে ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Apr 2021 11:18 PM (IST)

    ৬ উইকেটে ম্যাচ জিতল রাজস্থান

    ৭ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল রাজস্থান রয়্যালস।

  • 24 Apr 2021 11:12 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    জয়ের জন্য রাজস্থানের দরকার ১৮ বলে ১৩ রান


  • 24 Apr 2021 10:58 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১০৪/৪

    ৪ উইকেট হারিয়ে ১৫ ওভারে রাজস্থান রয়্যালস তুলেছ ১০৪ রান।

  • 24 Apr 2021 10:55 PM (IST)

    প্রসিধ নিলেন রাহুল তেওয়াটিয়ার উইকেট

    ৫ রান করে আউট হলেন রাহুল তেওয়াটিয়া।

  • 24 Apr 2021 10:53 PM (IST)

    রাজস্থানের শতরান

    ১৩.২ ওভারে রাজস্থান রয়্যালস দলগত শতরান পূর্ণ করল।

  • 24 Apr 2021 10:33 PM (IST)

    শিবম দুবের উইকেট হারাল রাজস্থান

    ২২ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন শিবম দুবে

  • 24 Apr 2021 10:31 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৮০/২

    প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলেছে ৮০ রান।

  • 24 Apr 2021 10:07 PM (IST)

    ৫ওভারে রাজস্থান ৪১/২

    প্রথম ৫ ওভারে ২ উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ৪১ রান

  • 24 Apr 2021 10:06 PM (IST)

    যশস্বীর উইকেট শিবমের খাতায়

    ২৭ রান করে আউট হলেন যশস্বী জসওয়াল

  • 24 Apr 2021 10:00 PM (IST)

    বাটলারকে ফেরালেন বরুণ

    ৫ রান করে আউট হলেন রাজস্থানের ওপেনার জস বাটলার।

  • 24 Apr 2021 09:36 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও জশস্বী জসওয়াল।

  • 24 Apr 2021 09:20 PM (IST)

    সঞ্জুদের টার্গেট ১৩৪

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে, ৯ উইকেট হারিয়ে নাইটরা তোলে ১৩৩ রান। রাজস্থানের টার্গেট ১৩৪।

  • 24 Apr 2021 09:17 PM (IST)

    কামিন্স আউট

    ১০ রান করে সাজঘরে ফিরলেন প্যাট কামিন্স

  • 24 Apr 2021 09:10 PM (IST)

    কার্তিকের উইকেট মরিসের খাতায়

    ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন দীনেশ কার্তিক

  • 24 Apr 2021 09:08 PM (IST)

    রাসেলের উইকেট হারাল নাইটরা

    ৯ রান করে মাঠ ছাড়লেন আন্দ্রে রাসেল

  • 24 Apr 2021 09:04 PM (IST)

    বাকি ৩ ওভার

    ১৭ ওভারে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১১০

  • 24 Apr 2021 08:58 PM (IST)

    কেকেআরের শতরান

    ১৬ ওভারে নাইটরা দলগত শতরান পূর্ণ করল।

  • 24 Apr 2021 08:53 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রাহুল ত্রিপাঠী। মুস্তাফিজুর রহমানের বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন রাহুল।

  • 24 Apr 2021 08:50 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ৯৩/৪

    ক্রিজে কার্তিক-ত্রিপাঠী।

  • 24 Apr 2021 08:26 PM (IST)

    মর্গ্যানকে ফেরালেন মরিস

    কোনও রান না করেই আউট হলেন নাইট অধিনায়ক।

  • 24 Apr 2021 08:24 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৫৫/৩

    ক্রিজে ইওন মর্গ্যান-রাহুল ত্রিপাঠী। সুনীল নারিন ফেরার পর ক্রিজে এসেছেন নাইট ক্যাপ্টেন।

  • 24 Apr 2021 08:23 PM (IST)

    উনাদকট ফেরালেন নারিনকে

    ৬ রান করে আউট হলেন সুনীল নারিন। জয়দেব উনাদকটের বলে জশস্বী জসওয়ালের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন তিনি।

  • 24 Apr 2021 08:15 PM (IST)

    কেকেআরের ৫০ রান

    ৮.৩ ওভারে কেকেআর দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 24 Apr 2021 08:13 PM (IST)

    রানা ফিরলেন সাজঘরে

    ২২ রান করে মাঠ ছাড়লেন নাইট ওপেনার নীতিশ রানা

  • 24 Apr 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে কেকেআর তুলেছে ২৫ রান

  • 24 Apr 2021 07:57 PM (IST)

    ওপেনার গিল ফিরলেন সাজঘরে

    ১১ রান করে আউট হলেন শুভমন গিল

  • 24 Apr 2021 07:53 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ২৩/০

    কোনও উইকেট না হারিয়ে ৫ ওভারে নাইটরা তুলেছে ২৩ রান

  • 24 Apr 2021 07:31 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    নাইটদের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও নীতিশ রানা।

  • 24 Apr 2021 07:15 PM (IST)

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: শিবম দুবে, জশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাদকট, রিয়ান পরাগ, ক্রিস মরিস, ডেভিড মিলার, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান

  • 24 Apr 2021 07:13 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শিবম মাভি, প্যাট কামিন্স, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা

  • 24 Apr 2021 07:02 PM (IST)

    টস আপডেট

    টস জিতল রাজস্থান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের।

  • 24 Apr 2021 06:37 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    এই নিয়ে আইপিএলে ২২ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে ১০ বার জিতেছে সঞ্জু স্যামসনের রাজস্থান।  ১২ বার জিতেছে ইওন মর্গ্যানের কলকাতা।