মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে আজ মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। জয়ের খোঁজে ছিল দুই দলই। শেষ হাসি ফুটল রাজস্থান শিবিরে। টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে, ৯ উইকেট হারিয়ে নাইটরা তোলে ১৩৩ রান। রাজস্থানের টার্গেট ছিল ১৩৪। রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে, ৭ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করেন সঞ্জু স্যামসনরা। ৬ উইকেটে ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস।
৭ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল রাজস্থান রয়্যালস।
This team, this performance. ??#HallaBol | #RoyalsFamily | #RRvKKR | pic.twitter.com/iqiWvrryYq
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2021
জয়ের জন্য রাজস্থানের দরকার ১৮ বলে ১৩ রান
৪ উইকেট হারিয়ে ১৫ ওভারে রাজস্থান রয়্যালস তুলেছ ১০৪ রান।
৫ রান করে আউট হলেন রাহুল তেওয়াটিয়া।
১৩.২ ওভারে রাজস্থান রয়্যালস দলগত শতরান পূর্ণ করল।
২২ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন শিবম দুবে
প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলেছে ৮০ রান।
প্রথম ৫ ওভারে ২ উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ৪১ রান
২৭ রান করে আউট হলেন যশস্বী জসওয়াল
৫ রান করে আউট হলেন রাজস্থানের ওপেনার জস বাটলার।
ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও জশস্বী জসওয়াল।
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে, ৯ উইকেট হারিয়ে নাইটরা তোলে ১৩৩ রান। রাজস্থানের টার্গেট ১৩৪।
১০ রান করে সাজঘরে ফিরলেন প্যাট কামিন্স
২৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন দীনেশ কার্তিক
৯ রান করে মাঠ ছাড়লেন আন্দ্রে রাসেল
১৭ ওভারে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১১০
১৬ ওভারে নাইটরা দলগত শতরান পূর্ণ করল।
৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রাহুল ত্রিপাঠী। মুস্তাফিজুর রহমানের বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন রাহুল।
ক্রিজে কার্তিক-ত্রিপাঠী।
কোনও রান না করেই আউট হলেন নাইট অধিনায়ক।
ক্রিজে ইওন মর্গ্যান-রাহুল ত্রিপাঠী। সুনীল নারিন ফেরার পর ক্রিজে এসেছেন নাইট ক্যাপ্টেন।
৬ রান করে আউট হলেন সুনীল নারিন। জয়দেব উনাদকটের বলে জশস্বী জসওয়ালের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন তিনি।
৮.৩ ওভারে কেকেআর দলগত ৫০ রান পূর্ণ করল।
২২ রান করে মাঠ ছাড়লেন নাইট ওপেনার নীতিশ রানা
পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে কেকেআর তুলেছে ২৫ রান
১১ রান করে আউট হলেন শুভমন গিল
OUT
Gill 11 (19) survived once when he was dropped by Jaiswal at sweeper cover but has to return now as an under-arm direct hit from Buttler finds him short of the crease.
Powerplay is over and #KKR are 25-1.
? https://t.co/oKLdD2Pi9R #VIVOIPL #RRvKKR pic.twitter.com/gDtr1FAKrL
— IndianPremierLeague (@IPL) April 24, 2021
কোনও উইকেট না হারিয়ে ৫ ওভারে নাইটরা তুলেছে ২৩ রান
নাইটদের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও নীতিশ রানা।
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: শিবম দুবে, জশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাদকট, রিয়ান পরাগ, ক্রিস মরিস, ডেভিড মিলার, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান
Ready for his first #IPL2021 game – Yashasvi Jaiswal. ?
Today’s XI. ?#HallaBol | #RoyalsFamily | #RRvKKR | @Dream11 pic.twitter.com/1gfahuajdn
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2021
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শিবম মাভি, প্যাট কামিন্স, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা
TEAM NEWS IS IN ?
Just the 1️⃣ change in personnel as @ShivamMavi23 replaces @Kamleshnagark13 ?#RRvKKR #KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/KwCjugOuy6
— KolkataKnightRiders (@KKRiders) April 24, 2021
টস জিতল রাজস্থান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের।
Toss Update: @rajasthanroyals have elected to bowl against @KKRiders at the Wankhede Stadium. #VIVOIPL #RRvKKR
Follow the match ? https://t.co/oKLdD2Pi9R pic.twitter.com/esC17PIpn2
— IndianPremierLeague (@IPL) April 24, 2021
এই নিয়ে আইপিএলে ২২ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে ১০ বার জিতেছে সঞ্জু স্যামসনের রাজস্থান। ১২ বার জিতেছে ইওন মর্গ্যানের কলকাতা।
Hello & good evening from Mumbai for Match 18 of the #VIVOIPL ??
The @IamSanjuSamson-led @rajasthanroyals will square off against @KKRiders, led by @Eoin16. ?? #RRvKKR
Which team will come out on top tonight? pic.twitter.com/qWAzZ0LRHr
— IndianPremierLeague (@IPL) April 24, 2021