সংকটে ভারতের পাশে দাঁড়াতে হবে পাকিস্তানকে: শোয়েব আখতার

Apr 24, 2021 | 8:38 PM

ভারতের (India ) সঙ্গে পাকিস্তানের (Pakistan) সম্পর্ক যাই হোক না কেন, শোয়েবের সঙ্গে ভারতের ক্রিকেটমহলের সম্পর্ক অত্যন্ত ভালো। এ দেশের অনেক ক্রিকেটারই তাঁর ঘনিষ্ঠ বন্ধু।

সংকটে ভারতের পাশে দাঁড়াতে হবে পাকিস্তানকে: শোয়েব আখতার
সংকটে ভারতে পাশে দাঁড়াতে হবে পাকিস্তানকে: শোয়েব আখতার

Follow Us

করাচি: রাজনৈতিক ভেদাভেদ মুছে অতিমারিতে মিশে যাক ওয়াঘার এ পার-ও পার। এমনই দাবি তুললেন প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)। করোনাভাইরাসে (Coronavirus) বিপর্যস্ত ভারত (India)। এই শনিবারই রেকর্ড সাড়ে ৩ লক্ষ আক্রান্ত করোনায়। হাসপাতালে বেড নেই। অক্সিজেন (oxygen) সিলিন্ডারের চরম অভাব দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন শোয়েব। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন পেসার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ভারত থেকে নানা খবর আসছে। যত শুনছি, তত আশঙ্কিত হচ্ছি। ভারতে এই মুহূর্তে বিপুল পরিমাণে অক্সিজেন সিলিন্ডার দরকার। সব ভুলে আমাদের এখন একে অপরের পাশে থাকতে হবে। পাকিস্তান সরকার ও ক্রিকেট প্রেমীদের কাছে আমার আবেদন, ভারতের কঠিন লড়াইয়ের কথা ভেবে একটা ফান্ড তৈরি করা হোক। যাতে ওদের পাশে আমরা দাঁড়াতে পারি।’

ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যাই হোক না কেন, শোয়েবের সঙ্গে ভারতের ক্রিকেটমহলের সম্পর্ক অত্যন্ত ভালো। এ দেশের অনেক ক্রিকেটারই তাঁর ঘনিষ্ঠ বন্ধু। আইপিএলের সময় প্রতিবার কমেন্ট্রিও করতে আসেন। তবে, এ বার আর আসতে পারেননি করোনার কারণে।

শোয়েব বলেছেন, ‘এই পরিস্থিতি আমাদের সবার কাছেই কঠিন পরীক্ষা। সব ভুলে একসঙ্গে হাঁটতে হবে। তবেই পরিস্থিতির মোকাবিলা করা যাবে।’

আরও পড়ুন: IPL 2021: বিষ্ণোই আগের থেকেও ধারালো, বলছেন কুম্বলে 

Next Article