চেন্নাই: পঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে প্রথম চার ম্যাচে খেলতে দেখা যায়নি তাঁকে। সেই রবি বিষ্ণোই (Ravi Bishnoi) টিমে ফিরেই ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছেন। মুম্বইয়ের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের উইকেট নিয়ে চাপে ফেলে দিয়েছিলেন তরুণ লেগস্পিনার। সব মিলিয়ে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মুম্বইয়ের জিতে আবার লড়াইয়ে ফিরেছে লোকেশ রাহুলের টিম।
কেন বিষ্ণোইকে প্রথম চার ম্যাচ খেলানো হয়নি? কোচ অনিল কুম্বলেই (Anil Kumble) তাঁকে প্রথম চার ম্যাচে খেলাননি। শুক্রবার ম্যাচ জেতার পর অনিল বলেছেন, ‘আমি খুব ভালো করে জানি, গত বছর বিষ্ণোই আমাদের হয়ে সব ম্যাচ খেলেছিল। কিন্তু এই বছর ও যখন টিমের সঙ্গে যোগ দেয়, তখন আগের মতো বোলিং করতে পারছিল না। ওর বেযহ কয়েকটা দিক নিয়ে কাজ করতে হয়েছে। বিশেষ করে ওর রান-আপ নিয়ে।’
রবি বিষ্ণোইয়ের প্রতিভা নিয়ে বরাবরই উচ্ছ্বসিত কুম্বলে। রোহিত শর্মার টিমের বিরুদ্ধে তরুণ লেগস্পিনারকে বল করতে দেখে তাঁর ভালো লেগেছে। কুম্বলে বলেছেন, ‘নিজেকে অনেক ধারালো করে ও আবার টিমে ফিরেছে। ম্যাচে যে কারণে দুটো গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে।’
আরও পড়ুন: ভ্যাকসিন নিতে চান না নোভাক?
শুধু বিষ্ণোই নন, টিমও পর পর দুটো ম্যাচ হারের পর জয়ে ফিরেছে। রাহুল আর গেইলও চমৎকার পারফর্ম করেছেন। পঞ্জাবের কোচ যা নিয়ে বলেছেন, ‘চেন্নাইয়ের পিচে ব্যাট করা সহজ ছিল না। ম্যাচটা জিততে পেরে ভালো লাগছে। তবে হায়দরাবাদের বিরুদ্ধেই আমরা জিততে পারতাম। আর ১৫-২০ রান দরকার ছিল। সেটা হয়নি।’