কলকাতা: শুক্রবার আইপিএলের (IPL) ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস (Punjab Kings) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিতরা ৬ উইকেট হারিয়ে ১৩২ রানের টার্গেট দেয় পঞ্জাবকে। ১৪ বল বাকি থাকতেই শুক্রবারের ম্যাচে জয় তুলে নেয় গেইলরা। পঞ্জাব অধিনায়কের ৬০ রানের দুরন্ত ইনিংস জয়ের কাছে নিয়ে যায় প্রীতি জিন্টার দলকে। মায়াঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর গেইলের সঙ্গে জুটি বেঁধে দলকে জেতান কেএল রাহুল। চেনা ছন্দে ইউনিভার্সাল বস গেইল ৪৩ রান করেন। আইপিএলে এখনও পর্যন্ত মোট সতেরোটি ম্যাচ হয়েছে। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি সঞ্জু স্যামসন ও ইওন মর্গ্যান। এই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এই সতেরোটি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…
এই সতেরোটি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষস্থানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট +১.০০৯। এবিডিরা এই মরসুমে আপাতত ৪টি ম্যাচে খেলেছেন। ৪টি ম্যাচেই জিতেছে বিরাটব্রিগেড। দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +১.১৪২। তৃতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৪২৬। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে চার নম্বরে। মুম্বইয়ের নেট রান রেট -০.০৩২। পাঁচ থেকে আট নম্বরে রয়েছে যথাক্রমে — পঞ্জাব কিংস (নেট রান রেট -০.৪২৮), সানরাইজার্স হায়দরাবাদ (নেট রান রেট -০.২২৮), কলকাতা নাইট রাইডার্স (নেট রান রেট -০.৭০০), এবং লিগ তালিকার সব থেকে নীচে রাজস্থান রয়্যালস (নেট রান রেট -১.০১১)।
আরও পড়ুন: IPL 2021: জয়ের খোঁজে খাদের ধারে দাঁড়িয়ে থাকা নাইট শিবির