RR vs SRH Highlights, IPL 2023: শেষ বলে ছয় মেরে ম্যাচ জিতল সানরাইজার্স

| Edited By: | Updated on: May 08, 2023 | 12:04 AM

Rajasthan Royals vs Sunrisers Hyderabad, IPL Live Score in Bengali: দেখুন চলতি আইপিএলে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস বনাম এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RR vs SRH Highlights, IPL 2023: শেষ বলে ছয় মেরে ম্যাচ জিতল সানরাইজার্স
জয়পুরে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদImage Credit source: Graphics - TV9Bangla

জয়পুর : চলতি আইপিএলে (IPL 2023) ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আহামরি পারফর্ম করছে না এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদও (Sunrisers Hyderabad)। সঞ্জুদের হতাশা জারি রইল। এখনও অবধি ১১ ম্যাচ খেলে রাজস্থানের ষষ্ঠ হার। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্যে নেমেছিল রাজস্থান। বোর্ডে ২১৪ রানের বড় রান। যুজবেন্দ্র চাহালের অনবদ্য বোলিং। তারপরও হার রাজস্থানের। অধিনায়ক সঞ্জু স্যামসন ব্যাট হাতে নজর কাড়লেও একটি করে রান আউট ও ক্যাচ ফসকান। অন্যদিকে গত ম্যাচে অরেঞ্জ আর্মিও জয়ের কাছ থেকে হেরেছিল। এ বার অবশ্য জয়ের সীমানা পার করল রাজস্থান। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান বনাম হায়দরাবাদ ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Key Events

শেষ সাক্ষাৎ

দুই দলের শেষ সাক্ষাতে জিতেছিল রাজস্থান রয়্যালস। এ বার জিতল সানরাইজার্স।

শেষ ওভারে নাটক

সানরাইজার্সের প্রয়োজন ছিল ১৭ রান। সন্দীপ শর্মা একটি নো বল করেন। শেষ বলে ৬ মেরে জেতান সামাদ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 07 May 2023 11:58 PM (IST)

    এক নজরে

    • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক।
    • ওপেনিং জুটিতে ৫৪ রান যোগ করেন যশস্বী জয়সোয়াল ও জস বাটলার।
    • যশস্বী ১৮ বলে ৩৫ রানে ফেরেন।
    • জস বাটলার বিধ্বংসী ইনিংস খেলেন। ৫৯ বলে ৯৫ রানে ফেরেন।
    • অধিনায়ক সঞ্জু স্যামসন ৩৮ বলে ৬৬ রান করেন।
    • নির্ধারিত ২০ ওভারে ২১৪ রানের বড় স্কোর রাজস্থানের।
    • অভিষেক শর্মার অর্ধশতরান এবং বেশ কিছু ক্যামিও ইনিংস সানরাইজার্স শিবিরে।
    • শেষ বলে ৪ রানের লক্ষ্য, ৬ মেরে জয় নিশ্চিত করেন আব্দুল সামাদ।
    • আইপিএলের ইতিহাসে প্রথম বার ২০০-র ওপর স্কোর তাড়া করে জিতল সানরাইজার্স।
  • 07 May 2023 10:39 PM (IST)

    ক্লাসেন ক্যামিও ইতি

    স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলেন হেনরিখ ক্লাসেন। ক্রমশ বিধ্বংসী মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন ক্লাসেন। তাঁকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। মাত্র ১২ বলে ২৬ রান করেন ক্লাসেন।

  • 07 May 2023 10:22 PM (IST)

    অভিষেকের হাফসেঞ্চুরি

    এ বারের আইপিএলে আরও একটা অনবদ্য ইনিংস অভিষেক শর্মার। এক হাতে ছয় মেরে ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। যদিও পরের বলেই আউট। ৫৫ রানে ফিরলেন অভিষেক।

  • 07 May 2023 09:44 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৪৫/০

    হায়দরাবাদের ইনিংসের ৫ ওভারের খেলা শেষ। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান তুলেছে হায়দরাবাদ।

  • 07 May 2023 09:23 PM (IST)

    রান তাড়া করতে নামল হায়দরাবাদ

    টার্গেট ২১৫। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামলেন আনমোলপ্রীত সিং ও অভিষেক শর্মা।

  • 07 May 2023 09:08 PM (IST)

    রাজস্থানের ইনিংস শেষ

    • রাজস্থান রয়্যালস থামল ২১৪ রানে।
    • সানরাইজার্স হায়দরাবাদের টার্গেট ২১৫।
    • হায়দরাবাদের বিরুদ্ধে জ্বলে উঠল যশস্বী-সঞ্জু-জসের ব্যাট।
    • ৩৩ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন ক্যাপ্টেন সঞ্জু।
    • মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন রাজস্থানের ওপেনার বাটলার।
    • জসের ব্যাটে ৯৫ রান এসেছে।
    • রাজস্থানের অপর ওপেনার যশস্বী করেন ১৮ বলে ৩৫ রান
  • 07 May 2023 08:59 PM (IST)

    বাটলারের সেঞ্চুরি মিস

    মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল জস বাটলারের। ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন বাটলার। ৫৯ বলে ৯৫ রানের একটা অনবদ্য ইনিংস উপহার দিয়ে গেলেন বাটলার। ভুবি আউটের আবেদন জানালে আম্পায়ার আউট দেননি। এরপর ডিআরএস নিয়ে সফল হয় হায়দরাবাদ।

  • 07 May 2023 08:55 PM (IST)

    সঞ্জুর হাফসেঞ্চুরি

    ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।

  • 07 May 2023 08:48 PM (IST)

    সেঞ্চুরির পথে এগোচ্ছেন বাটলার

    ১৭ তম ওভারে ভুবনেশ্বর কুমার এসেছিলেন বল করতে। এই ওভারে ৩টি চার মারলেব জস বাটলার। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন জস।

  • 07 May 2023 08:38 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১৫৪/১

    সঞ্জু-বাটলার জুটিতে এগিয়ে চলেছে রাজস্থান। ১৫ ওভার শেষে স্কোরবোর্ডে রয়েছে ১৫৪/১। বাকি থাকা ৫ ওভারে কত রান তুলবে রাজস্থান, নজর রাখতে হবে সেদিকে।

  • 07 May 2023 08:25 PM (IST)

    বাটলারের হাফসেঞ্চুরি

    হায়দরাবাদের বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন জস বাটলার। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন।

  • 07 May 2023 08:19 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ১০৭/১

    • ইনিংসের মাঝপথে রাজস্থান।
    • প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে রাজস্থান।
    • সঞ্জু-বাটলার জুটিতে এগোচ্ছে রাজস্থান।
    • হাফসেঞ্চুরির পথে এগোচ্ছেন জস বাটলার।
  • 07 May 2023 08:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • রাজস্থানের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ।
    • পাওয়ার প্লে-র মধ্যে ১ উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ৬১ রান।
    • ক্রিজে জস বাটলার ও সঞ্জু স্যামসন।
  • 07 May 2023 07:57 PM (IST)

    যশস্বী আউট

    যশস্বী জয়সওয়ালের উইকেট হারাল রাজস্থান। মার্কো জ্যানসেন হায়দরাবাদকে এনে দিলেন প্রথম উইকেট। ১৮ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন যশস্বী।

  • 07 May 2023 07:50 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান

    রাজস্থান রয়্যালসের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলেছে ৩৫ রান।

  • 07 May 2023 07:30 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    রাজস্থানের ইনিংস শুরু। পিঙ্ক আর্মির হয়ে ওপেনিংয়ে নামলেন যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। বোলিংয়ের সূচনার ভুবনেশ্বর কুমার।

  • 07 May 2023 07:17 PM (IST)

    SRH একাদশ

    সানরাইজার্স হায়দরাবাদের একাদশ – অভিষেক শর্মা, বিভ্রান্ত শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, মার্কো জ্যানসেন, মায়াঙ্ক মার্কন্ডেয়, ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন।

    সাবস্টিটিউট – হ্যারি ব্রুক, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক ডাগর, নীতীশ কুমার রেড্ডি ও সনবীর সিং।

  • 07 May 2023 07:11 PM (IST)

    RR একাদশ

    রাজস্থান রয়্যালসের একাদশ – জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন, সন্দীপ শর্মা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।

    সাবস্টিটিউট – দেবদত্ত পাড়িক্কাল, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, ওবেদ ম্যাকয় ও অ্যাডাম জাম্পা।

  • 07 May 2023 07:02 PM (IST)

    টস আপডেট

    ঘরের মাঠে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।

  • 07 May 2023 06:54 PM (IST)

    আজ তৈরি হতে পারে যে রেকর্ডগুলি

    পিঙ্ক ও অরেঞ্জ আর্মির লড়াইয়ে যে রেকর্ডগুলি আজ জয়পুরে তৈরি হতে পারে জেনে নিন সেগুলি —

    পড়ুন বিস্তারিত – IPL 2023 : মুখোমুখি পিঙ্ক ও অরেঞ্জ আর্মি, কোন কোন রেকর্ডে থাকবে নজর?

  • 07 May 2023 06:45 PM (IST)

    RR vs SRH ম্যাচের প্রিভিউ

    দুটো দলই তাদের শেষ পাঁচটি ম্যাচে চারটিতে পরাজয়ের পর বেরিয়ে এসেছে। জয়ের জন্য মরিয়া উভয় দলই।

    পড়ুন বিস্তারিত – RR vs SRH, IPL 2023 Match Prediction: প্লে অফের সম্ভাবনা তলানিতে, রাজস্থানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ হায়দরাবাদের

  • 07 May 2023 06:31 PM (IST)

    কিছুক্ষণ পর শুরু হবে পিঙ্ক ও অরেঞ্জ আর্মির লড়াই

    আর এক ঘণ্টা পর জয়পুরে রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পিঙ্ক ও অরেঞ্জ আর্মি।

Published On - May 07,2023 6:30 PM

Follow Us: