Jasprit Bumrah: বাবা হতে চলেছেন বুমরা? পোশাকের উপর থেকে উঁকি দিচ্ছে সঞ্জনার বেবি বাম্প

ভারতীয় ক্রিকেটে বিয়ের মরসুম চলছে। একের পর এক ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসছেন। তারই মাঝে গুঞ্জন, বাবা হতে চলেছেন জসপ্রীত বুমরা!

Jasprit Bumrah: বাবা হতে চলেছেন বুমরা? পোশাকের উপর থেকে উঁকি দিচ্ছে সঞ্জনার বেবি বাম্প
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 4:37 PM

কলকাতা: জসপ্রীত বুমরার মাঠে ফেরার অনন্ত অপেক্ষা চলছে। তারই মাঝে এল অন্যরকম খবর। বিরাট কোহলি, রোহিত শর্মাদের লিস্টে নাকি নাম লেখাতে চলেছেন বুম বুম (Jasprit Bumrah)। পিঠের চোটের জন্য দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা ভারতীয় পেসার বাবা হতে চলেছেন। এমনটাই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। গুঞ্জন তৈরি হয়েছে বুমরার স্ত্রী সঞ্জনা গণেশনকে (Sanjana Ganeshan) দেখে। শনিবার ছিল মেয়েদের প্রিমিয়র লিগের উদ্বোধন। এমন ঐতিহাসিক দিনে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে বুম হাতে দেখা গিয়েছে ক্রীডা সঞ্চালক সঞ্জনাকে। এতো স্বাভাবিক বিষয়। সঞ্চলনার সময় সবুজ, সাদা ফ্লোরাল ওয়ান পিস ড্রেস পরেছিলেন সঞ্জনা। পোশাকের উপর থেকে পাতলা ছিপছিপে সঞ্জনার পেট কিছুটা স্ফীত মনে হয়েছে। তাতেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। বিস্তারিত TV9 Bangla-য়।  

ডব্লিউপিএলের কভারেজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবির বাঁ দিকের মহিলাটি সঞ্চালক সঞ্জনা গণেশনের। নেটিজেদের চোখ পড়েছে মিসেস বুমরার পেটের দিকে। সঞ্জনার চেহারা অনুযায়ী পেটের জায়গাটা বেশ স্ফীত। নেটিজেনদের ধারণা, এটা স্পষ্ট সঞ্জনার বেবি বাম্প। যদিও এই তারকা কাপলের তরফে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সঞ্জনা ও বুমরা ২০২১ সালে গোয়ায় গিয়ে একেবাপে চুপিচুপি বিয়ে সারেন। বিয়ের পর সঞ্জনার কেরিয়ার রকেটের গতিতে এগোলেও চোট আঘাতের কারণে কিছুটা পিছিয়ে পড়েছেন বুমরা। গতবছরের সেপ্টেম্বর থেকে বাইশ গজের বাইরে তিনি। আইপিএলে ফেরার সম্ভাবনাও নেই। অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপের আগে বুমরাকে সুস্থ করে তোলার জোর প্রচেষ্টা চালাচ্ছে বিসিসিআই।

Sanjana Ganesan

চোটপ্রবণ বুমরাকে এখনই মাঠে নামানোর জন্য তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই। নিউজিল্যান্ডে তাঁর পিঠে অস্ত্রোপচার হতে পারে বলে খবর। তারপর সুস্থ হতে সময় লাগবে। সুস্থ হয়ে মাঠে ফেরার চেষ্টার মধ্যেই মিসেস বুমরার প্রেগন্যান্সির গুঞ্জনে তোলপাড় ক্রিকেট জগত। নেটিজেনরা অনুমান করেই ফেলেছেন। যদিও বুমরা ও সঞ্জনা আনুষ্ঠানিক ঘোষণা না করা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হয়েই রয়ে যাবে।