দুবাই: একটা সেঞ্চুরি নিয়ে যত চর্চা হয়, যত প্রত্যাশা তৈরি করে, অনেক সময় তার ধারেকাছে না পৌঁছনো কোনও একটা ইনিংসও ছাপ ফেলে যায়। ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) অপরাজিত ৮৮ সেই রকম। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে শেষ পর্যন্ত উইকেটে থেকে গিয়েছিলেন। ঋতুরাজ যদি না থাকতেন, তা হলে আইপিএলের দ্বিতীয় পর্ব জয় দিয়ে শুরু করতে পারত না চেন্নাই সুপার কিংস। বলা যেতে পারে, ঋতুর ব্যাটেই ধোনির টিম আইপিএল ট্রফি জেতার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে।
যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন পিচ কিছুটা স্লো ছিল। উল্টো দিকে মুম্বই বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন ফাফ দু প্লেসি, মইন আলি, ধোনিরা। কিন্তু ঋতুকে টলানো যায়নি। স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে শেষ পর্যন্ত ৮৮ রান করে যান। ঋতুর জন্যই শেষ পর্যন্ত রোহিত শর্মাহীন মুম্বইকে হারাতে পেরেছে সিএসকে।
ম্যাচের সেরা ঋতু পরে বলেছেন, ‘আমার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। শুরুর দিকে পর পর উইকেটগুলো চলে যাওয়ার পর কটা প্রবল চাপ তৈরি হয়েছিল। তখন পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। যাতে টিমকে একটা জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারি। ১৩০-১৪০ এর মতো টার্গেট ছিল তখন। আর তাই শেষ পর্যন্ত ১৫০-র বেশি টার্গেটে নিয়ে যেতে পেরেছি।’
ধোনির পাশে থাকাটাই ঋতুরাজকে চাপ কাটাতে সাহায্য করেছিল। তাঁর কথায়, ‘যখন মাহিভাই পাশে, পুরো টিম ম্যানেজমেন্ট সাহায্য করছে, তখন সেরাটা এমনিতেই বেরিয়ে আসে। শ্রীলঙ্কা সফরটাও খুব কাজে লেগেছে। সেই সঙ্গে এখানে আইপিএলে নামার আগে চমৎকার ট্রেনিং হয়েছে। যেটা কনফিডেন্স বাড়িয়ে দিয়েছিল।’
পেসারদের খেলে দিয়ে স্পিনারদের অ্যাটাক করাটাই ছিল ঋতুরাজের স্ট্র্যাটেজি। মুম্বই স্পিনারদের রিভার্স সুইপ পর্যন্ত মেরেছেন তিনি। ঋতুরাজ বলেছেন, ‘শুরুর দিকে বল সিম আর সুইং দুই-ই করছিল। বিপক্ষ পেসারদের ওই পরিস্থিতিতে সামলে দেওয়ার চেষ্টাই করেছিলাম। তারপর স্পিনারদের বিরুদ্ধে অ্যাটাকিং মোডে চলে গিয়েছিলাম। জাড্ডুভাই ক্রিজে আসার পর আমি নিজের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি।’
রোহিত শর্মা চোটের কারণে না থাকায় চেন্নাই ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন কায়রন পোলার্ড। তিনিও ঋতুরাজের ইনিংস দেখে মুগ্ধ। তাঁর কথায়, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও একজন ব্যাটসম্যান যদি লম্বা ব্যাট করে দেয়, তা হলে বাকি কাজটা অনেক সহজ হয়ে যায়। ঋতুরাজ ওই কাজটা চেন্নাইয়ের হয়ে করেছে।’
আরও পড়ুন: IPL 2021: প্রত্যাশার থেকে বেশি দিয়েছে ঋতুরাজ, ব্র্যাভো, বলছেন ধোনি