MS Dhoni : কেমন ছিল ধোনির শুরুর দিকের কেরিয়ার? সাবা করিম শোনালেন অজানা গল্প

ধোনির শুরুটা কেমন ছিল? অনেক গল্প অনেক সময় শুনিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থরা। সাবা করিম তেমনই একজন।

MS Dhoni : কেমন ছিল ধোনির শুরুর দিকের কেরিয়ার? সাবা করিম শোনালেন অজানা গল্প
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 12:36 PM

নয়াদিল্লি : ১৫ বছরের কেরিয়ার জুড়ে ছড়িয়ে রয়েছে মণিমুক্তো। যখনই তাঁর কেরিয়ার নিয়ে আলোচনা হয়, তখনই ফিরে ফিরে আসে সে সব ঘটনা, সে সব স্মৃতি। মহেন্দ্র সিং ধোনি ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেনদের তালিকায় হয়তো শীর্ষে থাকবেন। দেশকে সাফল্য দেওয়ার জন্য়। জেতার মানসিকতা তৈরি করার জন্য। নেতা ধোনিকে বাদ দিলে ব্যাটার কিংবা কিপার ধোনির (MS Dhoni) অবদানই বা কম কী! যখন ক্রিজে গিয়েছেন, সেরাটা দিয়েছেন, টিমকে জিতিয়েছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে বিদ্যুৎগতিতে স্টাম্পিংয়ের জন্য যত না, বোলারদের পরিচালনা করার জন্য অনেক বেশি ক্রিকেটগাঁথায় থেকে যাবেন ধোনি। এই ধোনির শুরুটা কেমন ছিল? অনেক গল্প অনেক সময় শুনিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থরা। সাবা করিম (Saba Karim) তেমনই একজন। বিহারের হয়ে রঞ্জি খেলার সময় ধোনিকে সামনে থেকে দেখেছিলেন। কেমন ছিলেন ধোনি? TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে পড়ে নিন।

ভারতের প্রাক্তন কিপার সাবা বলেছেন, ‘ওকে ঘিরে আমার গল্পটা বেশ রোমাঞ্চকর। রঞ্জি ট্রফিতে ওর দ্বিতীয় বছরে আমি প্রথম দেখেছিলাম। বিহারের হয়ে খেলতে এসেছিল ছেলেটা। ব্য়াটিং আর কিপিং দুইই দেখেছিলাম। ব্যাটিংয়ের ক্ষেত্রে ওর প্রতিভা ঝরে পড়েছিল। স্পিনার, পেসারদের বিরুদ্ধে লম্বা শট নিতে পারত। তখন ওর কিপিংয়ের ক্ষেত্রে ফুটওয়ার্কে কিছু গোলমাল ছিল। যেটা নিয়ে কাজ করেছিলাম আমরা। ও দ্রুত শুধরে নিয়েছিল নিজেকে। আজও যখন কথা বলি, ওই প্রসঙ্গ ঠিক তোলে ও। ওটা ছিল ধোনির কেরিয়ারের প্রথম টার্নিং পয়েন্ট। ঘরোয়া ওয়ান ডে ম্য়াচে ওকে ওপেন করতে পাঠানো হত। যাতে দ্রুত রান তুলতে পারে টিমের জন্য।’

কেনিয়ায় ভারতীয় এ টিমের হয়ে সফরে গিয়েছিল ধোনি। সেখানে গিয়ে পারফর্ম করেন। যার পর নির্বাচকদেরও ধোনির প্রতি আস্থা বেড়ে যায়। ‘ধোনির কেরিয়ারের দ্বিতীয় টার্নিং পয়েন্ট হল কেনিয়ায় ত্রিদেশীয় সিরিজটা। দীনেশ কার্তিক ভারতীয় টিমে যোগ দেওয়ায় ধোনি সুযোগ পেয়ে যায়। ধোনি যেমন চমৎকার কিপিং করেছিল, তেমনই ভালো ব্যাটিং করেছিল। পাকিস্তানের বিরুদ্ধে ওই সিরিজে দু’বার খেলেছিল। দু’বারই দুরন্ত ব্যাটিং করে টেনেছিল টিমকে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ওকে। মনে আছে, আমি তখন কলকাতায় ছিলাম। তখন ভারতের ক্যাপ্টেন সৌরভের সঙ্গে দেখা করে বলেছিলাম, ধোনির মতো চমৎকার ব্যাটার ও সেফ কিপারকে ভারতীয় টিমে জায়গা দেওয়া উচিত। সৌরভ তার আগে ধোনিকে খেলতে দেখেনি। তাই ওকে পাকিস্তান সফরে ভারতীয় টিমে নিতে পারেনি।’

বিহারের হয়ে রঞ্জি কেরিয়ার শুরু করা ধোনি ধীরে ধীরে নিজের সাম্রাজ্য তৈরি করে ফেলেছিলেন। দুটো বিশ্বকাপ জয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জেতানো, বহু ম্যাচে হারতে হারতে ভারতকে জেতানো সেই ধোনি এখন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। সাবা করিমদের মতো সামনে থেকে দেখা প্রাক্তনরা এমএসডিকে নিয়ে যে কারণে গর্ববোধ করেন।