Effects of Consuming Peanuts: প্রতিদিন চিনাবাদাম পেটে যায়? শরীরে কী পাকাচ্ছে জানেন?
Effects of Consuming Peanuts: রতিদিন বাদাম খেয়ে অজান্তেই নিজের শরীরের কোনও ক্ষতি করেছেন না তো? জানেন রোজ চিনা বাদাম খেলে কী হয়?
প্রেমিকার সঙ্গে ভিক্টোরিয়া হোক বা বন্ধুদের সঙ্গে শনিবার সন্ধেবেলা মদের আড্ডা, সঙ্গে একট জিনিস কিন্তু থাকেই। তা হল চিনা বাদাম। কেউ মুড়ি দিয়ে খান, কেউ শুধু খান, কেউ আবার চানাচুরের সঙ্গে খান। তবে চিনা বাদামের মতো সস্তায় সকলের প্রিয় মুখোরোচক খাবার বোধহয় আর কিছু নেই।
অনেকেই তাই প্রতিদিন চিনা বাদাম খেয়ে থাকেন। কখনও কাঁচা, কখনও ভাজা, যার যেমন ইচ্ছা। কিন্তু প্রশ্ন হল প্রতিদিন বাদাম খেয়ে অজান্তেই নিজের শরীরের কোনও ক্ষতি করেছেন না তো? জানেন রোজ চিনা বাদাম খেলে কী হয়?
চিকিৎসকদের মতে মুখোরোচকের সঙ্গেই হেলদি স্ন্যাক্সের তালিকায় ধরা যেতে পারে চিনা বাদামকে। প্রতিদিন চিনাবাদাম খেলে অনেক উপকার পাওয়া সম্ভব, এতে ভাল থাকে স্বাস্থ্যও। এতে আছে হেলদি ফ্যাট, ফাইবার, প্রোটিন।
চিনাবাদাম ভাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে গেলে ভাল থাকে হৃদযন্ত্র। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমে যায়। তাই হার্ট ভাল রাখতে চিনাবাদাম খাওয়া ভাল।
ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে চিনাবাদাম। তাই ডায়াবেটিস থাকলে এই বাদাম খেতে পারেন। চিনাবাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস। ভিটামিন ই রয়েছে বলে চিনাবাদাম আমাদের চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্যেও ভাল। আর অ্যান্টি-অক্সিডেন্টস থাকার কারণে বয়সজনিত রোগ থেকে চিনাবাদাম দূরে রাখবে আপনাকে।
যারা রোগা হওয়ার জন্য লড়াই করছেন তাঁদের চিনাবাদামের থেকে দূরে থাকাই ভাল। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি। চিনাবাদাম বেশি খেলে ওজন বাড়তে পারে। অনেকের আবার চিনাবাদামে অ্যালার্জি থাকে, যাঁদের এই সমস্যা আছে, তাঁদের দূরে থাকাই ভাল।