মুম্বই: এক, দুই নয়, সাতে সাত জয়ের পর বিশ্বকাপ (ICC World Cup 2023) পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পেয়েছে ভারত (India)। বিশ্বকাপে ১৪ পয়েন্ট অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছে মেন ইন ব্লু। লক্ষ্মীবারে মুম্বইয়ে শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে ভারত। আর এ বারের বিশ্বকাপে ভারতের প্রতি ম্যাচের পর ড্রেসিংরুমে এক বিশেষ কারণে বিরাট মাতামাতি হচ্ছে। এতদিনে তা সবার জানা। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রত্যেক ম্যাচের শেষে দলের ফিল্ডিং কোচ টি দিলীপ জানাচ্ছেন ভারতের সেরা ফিল্ডারের নাম। সহজ ভাবে নয়। অভিনব কায়দায় প্রতি ম্যাচের শেষে সেরা ফিল্ডারের নাম ঘোষণা হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের পর তার অন্যথা হল না। ভারতের লঙ্কা-বধের পর সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। কে পেলেন এ বার সেরা ফিল্ডারের মেডেল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এ বারের বিশ্বকাপে কোনও ম্যাচের শেষে জায়ান্ট স্ক্রিনে তো, কোনও ম্যাচে স্পাইডারক্যামের সাহায্যে, আবার কখনও আলোর রোশনাইয়ে ফুটে উঠেছে ম্যাচের সেরা ফিল্ডারের নাম। শ্রীলঙ্কা ম্যাচের শেষে ভারতের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করলেন সচিন তেন্ডুলকর। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো শেয়ার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে বরাবরের মতোই ভারতের ড্রেসিংরুমে সেরা ফিল্ডারের পদকজয়ীর নাম ঘোষণার সময় ছিল তুমুল উত্তেজনা। দলের সকলেই সেখানে উপস্থিত ছিলেন।
The Medal Ceremony 🏅 in the dressing room just attained “LEGENDARY” status 🙌🏻#TeamIndia was in for a surprise when someone 𝗜𝗡𝗦𝗣𝗜𝗥𝗔𝗧𝗜𝗢𝗡𝗔𝗟 announced the best fielder award 🫡🔝#CWC23 | #MenInBlue | #INDvSL
WATCH 🎥🔽 – By @28anand
— BCCI (@BCCI) November 3, 2023
ড্রেসিংরুমের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে সচিন তেন্ডুলকরের এক ভিডিয়ো। সেখানে তিনি জানান, ২০০৩ বিশ্বকাপের ড্রেসিংরুমের এক গল্পও। সেই সময় ক্রিকেটারদের ঐক্যবদ্ধ রাখার জন্য ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় এক দায়িত্ব নিয়েছিলেন। তাতে প্রতি ম্যাচের আগে ভারতের ক্রিকেটারদের একটা কাজগে সই করে মাঠে নামতে হত। তাতে লেখা থাকত, ‘আমি পারব, আমরা পারব।’ স্মৃতির পাতা উল্টে নিজের ড্রেসিংরুমের কথা শোনানোর পর সচিন জানান, রোহিত যখন তাঁকে সেরা ফিল্ডারের পুরস্কারের কথা জানান, তাঁর বিষয়টা ভালো লেগেছিল। এর পর সচিন জানান সেরা ফিল্ডারের মেডেল পাচ্ছেন শ্রেয়স আইয়ার। সঙ্গে সঙ্গে শ্রেয়স আইয়ার এবং ড্রেসিংরুমে থাকা বাকি ভারতীয় সদস্যরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। ভারতের ফিল্ডিং কোচ শ্রেয়সকে ‘সাইলেন্ট স্নাইপার’ বলেছেন। তাঁর কথায়, ‘ও মাঠে কিন্তু খুব বেশি আওয়াজ করে না। চুপচাপ নিজের কাজটা করে দেয়। তাই দলের সাইলেন্ট স্নাইপার ও।’ এই নিয়ে দ্বিতীয় বার সেরা ফিল্ডারের পদক পেলেন শ্রেয়স।