মুম্বই: ইংল্যান্ডের (England) মাটিতে জো রুটদের বিরুদ্ধে সুইং খেলার জন্য টিপস দিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি নিজের ক্রিকেট (Cricket) জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি কীভাবে উদ্বেগের সঙ্গে মোকাবিলা করতেন তার উল্লেখও করেন।
মূলত ইংল্যান্ডে সুইং খেলার সময় চাপের মুখে পড়তে হয় ব্যাটসম্যানদের। সচিন তেন্ডুলকরের কথায়, যদি ব্যাটসম্যানরা ক্রিজ থেকে দুটো স্টেপ বেরিয়ে এসে দাঁড়ায়, তা হলে ইংল্যান্ডের মাটির সুইং খেলতে বেশি অসুবিধা হবে না। তাতে ক্রিজ থেকে একটু এগিয়ে দাঁড়ালে যে কোনও বোলারের সামনে সুইং করার জায়গাটা কমে যাবে। তিনি বলেন, “কখনও কখনও ক্রিকেটাররা ভাবেন যে এই ক্রিজের বাইরে দাঁড়ানোটা খুব ভাল সিদ্ধান্ত, কিন্তু যেহেতু ব্যাটসম্যান এবং স্টাম্পের মধ্যে দূরত্ব বেড়ে যায় তাই এটা পরের দিকে এসে উইকেটে হিট করতে পারার সম্ভাবনা তৈরি হয়। আপনি যদি ক্রিজের বাইরে থাকেন, তা হলে আপনি লেগ-স্টাম্পের পরিবর্তে মিডল-স্টাম্প গার্ড নিতে পারেন। আপনি যতই ক্রিজের বাইরে থাকবেন, ততই আপনি অফ-স্টাম্প গার্ড করতে পারবেন। এর ফলে আপনি কিন্তু বলটাকে আরও ভালোভাবে বিচার করতে পারবেন।”
তবে অনেক সময় ক্রিজের বাইরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যাটসম্যানের কাজে লেগে যায়। সচিন নিজের অভিজ্ঞতা থেকে বলেন, “হ্যাঁ এটা কাজ করে। মূলত, আপনি যা করছেন তা হল বোলারকে জানানো, যে আপনি ক্রিজের বাইরে আছেন। সুতরাং, বোলারকে গতিপথ এবং বলের রিলিজ পয়েন্ট সেক্ষেত্রে পরিবর্তন করতে হয়।”
তবে একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যে কোনও ক্রিকেটারকে উদ্বেগের সঙ্গে মোকাবিলা করতে হয়। এ ব্যাপারে সচিন বলেন, “আপনি যদি কোন বিষয়ে বিশেষ যত্নবান হন, তা হলে অবশ্যই কিছুটা অস্থিরতা থাকবে। এটার কেবলমাত্র কারণ আমি আমার ক্রিকেটর প্রতি অত্যন্ত যত্নবান ছিলাম এবং আমি যখনই খেলেছি ভালো করতে চাইতাম। আমি বলব, আমার কেরিয়ারের প্রথম ১২ বছর, আমি ম্যাচের আগে ঠিক মতো ঘুমোতে পারিনি। আমি ক্রমাগত চিন্তা করতাম কিভাবে আমি বোলারদের মুখোমুখি হব। তারা কি বোলিং করবে, আমার কি বিকল্প আছে? আমি ভাবতে থাকতাম এবং আমার ঘুমের সাথে লড়াই করতাম।”
তিনি আরও যোগ করেন, “যদিও পরের দিকে আমি এটার সঙ্গে মোকাবিলা করতে পারতাম। আমি এটা মেনে নেওয়ার অভ্যেস করে ফেলেছিলাম। সেভাবে আমার শরীর এবং মনকে খেলার জন্য প্রস্তুত করতাম। আমার ওই অনুভূতির সাথে লড়াই করা বন্ধ করে দিয়ে নিজেকে বোঝাতে থাকি এটা ঠিক আছে। কারণ এটাও আমার প্রস্তুতির একটি অংশ মাত্র। যত আমি নিজেকে বোঝতে শুরু করেছিলাম, সবকিছু ঠিক হয়ে গিয়েছিল।”
আরও পড়ুন: IND vs ENG 2nd Test Day 1 Live: ব্যাট হাতে নেমে পড়লেন রোহিত-রাহুল