নয়াদিল্লি: আজ গুরু পূর্ণিমা (Guru Purnima)। এমন দিনে ফের একবার গুরুর স্মৃতিতে ডুব দিলেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। প্রতি বছর গুরু পূর্ণিমার দিন কোচ রমাকান্ত আচরেকরের বাড়িতে যেতেন সচিন তেন্ডুলকর। ২০১৯ সালের ২ জানুয়ারি প্রয়াত হন সচিন-কাম্বলিদের কোচ। তারপর থেকে গুরু পূর্ণিমার দিন আর সচিন তেন্ডুলকর তাঁর কোচ রমাকান্ত আচরেকরের বাড়িতে যান না। কিন্তু এই বিশেষ দিনে প্রতিবছরই তাঁকে শ্রদ্ধা জানান। এ বারও সোশ্যাল মিডিয়ায় সচিন তাঁর গুরুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আমরা আচরেকর স্যারের স্কুল অব ক্রিকেটের ছাত্র…
গুরু রমাকান্ত আচরেকরের উদ্দেশে গুরু পূর্ণিমার দিন সচিন টুইটারে লিখেছেন, ‘একজন শিক্ষকই আসল পার্থক্য তৈরি করেন, ক্লাসরুম নয়। – মাইকেল মরপুরগো।’ সচিন ওই টুইটে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের ছবি শেয়ার করে লেখেন, ‘আমরা সবাই আচরেকর স্যারের ক্রিকেটের মহান স্কুলের অংশ ছিলাম। আমি নিজেকে সবচেয়ে ভাগ্যবান মনে করি কারণ, আমি তাঁর মতো একজন নিঃস্বার্থ ব্যক্তির কাছে এই খেলাটা শিখতে পেরেছি। শুভ গুরু পূর্ণিমা।’
অক্ষরে অক্ষরে গুরু রমাকান্ত আচরেকরের বাক্য পালন করতেন সচিন তেন্ডুলকর। যে কারণে আচরেকর স্যারের অন্যতম প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন সচিন। উল্লেখ্য, গুরু পূর্ণিমা উপলক্ষ্যে মাস্টার ব্লাস্টার যে টুইট করেছেন, ওই পোস্ট রয়েছে সচিন তেন্ডুলকরের ছবি। একইসঙ্গে রয়েছে রমাকান্ত পার্কার, বলবিন্দর সিং সান্ধু, লালচাঁদ রাজপুত, চন্দ্রকান্ত পন্ডিত, প্রবীন আমরে, বিনোদ কাম্বলি, পারশ মামরে, অজিত আগরকর, সমীর দীঘে, সঞ্জয় বাঙ্গার ও রমেশ পাওয়ারের ছবি।
“It’s the teacher that makes the difference, not the classroom.” –Michael Morpurgo.
We were all part of Achrekar Sir’s great school of cricket and I feel most fortunate that I could learn the game from a selfless person like him.
Happy Guru Purnima!#GuruPurnima pic.twitter.com/1Nz2XxvQk7— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2023