কলকাতা : বরাবরই মাটিতে পা রেখে চলতি ভালোবাসেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাফল্যের চূড়োয় উঠলেও রাঁচির ছেলের মাথা ঘুরে যায়নি। নিজের আশেপাশে থাকা মানুষজনকে সম্মান দিতে ভালোবাসেন। সেটা যে কেউ হতে পারেন। পরিবারের সদস্য হোক বা বাড়ির কাজে সাহায্য করা মানুষটি। ২২ গজের ক্যাপ্টেন কুল আরও একবার বড় মনের পরিচয় দিলেন। নিজের ফার্মহাউসের নিরাপত্তারক্ষীকে পৌঁছে বাইকের পিছনে বসিয়ে ছেড়ে দিলেন গেট পর্যন্ত। গেটের বাইরে দাঁড়িয়ে কোনও এক মাহিভক্ত ভিডিয়োটি তুলেছিলেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মহেন্দ্র সিং ধোনির রাঁচিতে এক বিশাল ফার্মহাউস রয়েছে। অবসরের দিনগুলির বেশিরভাগ সেখানেই কাটে ধোনির। সারা বছরে মাত্র দুটো মাস আইপিএল। প্রস্তুতি নিয়ে ক্রিকেটের পিছনে বড়জোর চারটে মাস ব্যয় করেন। বাকি সময়টা পরিবার, চাষবাস, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ইত্যাদি নিয়ে থাকেন ধোনি। মাহির রাঁচির ফার্মহাউসটি এতটাই বিশাল যে মেইন গেট থেকে বাগানবাড়ি পর্যন্ত যেতে অনেকটা পথ যেতে হয়। আবার ফেরার সময় একইভাবে এতটা পথ উজিয়ে আসতে হয়। সারাদিন কাজের পর ধোনির ফার্মহাউসের এক নিরাপত্তারক্ষীর বাড়ি ফেরার সময় হয়েছিল। ক্লান্ত, বয়স্ক ওই এক সিকিউরিটি গার্ডকে তাই মেইন গেট পর্যন্ত বাইকে বসিয়ে ড্রপ করে যান ধোনি। তিনি হয়তো প্রায়ই এমনটা করে থাকেন। ওই অনুরাগী গেটের বাইরে থেকে ভিডিয়ো না তুললে বাড়ির কর্মচারীদের প্রতি ধোনি কতটা যত্নশীল তা বোঝা যেত না।
Dhoni’s Farmhouse is so big that he need bike to drop security guard at the Entrance ?
PS : Lucky security guard who gets bike ride with Dhoni . pic.twitter.com/l0KS3dkwmj
— MAHIYANK ™ (@Mahiyank_78) July 2, 2023
ভিডিয়োতে দেখা যাচ্ছে নিরাপত্তরক্ষীকে গেটের সামনে ড্রপ করে বাইক ঘুরিয়ে চলে যাচ্ছেন ধোনি। গেটের বাইরে যে কেউ ভিডিয়ো তুলছে তা চোখ এড়ায়নি সিএসকে ক্যাপ্টেনের। যাওয়ার আগে ওই ফ্যানের উদ্দেশে হাত নেড়ে যান। ভিডিয়োটি টুইট করা হয়েছে MAHIYANK নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। যেখানে লেখা, “ওই নিরাপত্তারক্ষী খুব ভাগ্যবান।”