কলকাতা : ভারতীয় ক্রিকেটের ইতিহাস লেখা হলে একটা অধ্যায় তাঁকে নিয়েই লেখা যায়। সবকটি আইসিসি ট্রফির মালিক, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল ক্যাপ্টেন তিনি। এমন একজন ক্রিকেট ব্যক্তিত্বের জন্মদিন বলে কথা। ৭ জুলাই দিনটি মাহি অনুরাগীদের কাছে উৎসবের সমান। ধোনি (MS Dhoni) সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন। তাতে কী? শুক্রবার সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল বইছে। ক্রিকেট জগতের মানুষরা তাঁদের প্রিয় মাহি, এমএসকে শুভেচ্ছা, ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন ((MS Dhoni Birthday))। সচিন তেন্ডুলকর থেকে হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল থেকে সুরেশ রায়না নানাভাবে এই বিশষে দিনটিতে মাহিকে শুভেচ্ছা জানালেন। ধোনি পাশে না থাকলেও কেক কেটে তাঁর ৪২তম জন্মদিন পালন করবেন ঋষভ পন্থ। TV9 Bangla Sports-এর বিশেষ প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
সচিন তেন্ডুলকর: হেলিকপ্টার শটের মতোই উচ্চতায় তুমি যেন উড়তে পার তারই কামনা করি। হ্যাপি বার্থডে এমএস।
May you always fly high like your helicopter shots.
Happy birthday, MS! pic.twitter.com/f9aqiY6HV0— Sachin Tendulkar (@sachin_rt) July 7, 2023
হার্দিক পান্ডিয়া: টুইটারে ধোনির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন আমার প্রিয় মানুষটিকে।”
Happy birthday my favourite ❤️@msdhoni pic.twitter.com/KWF83qlOhb
— hardik pandya (@hardikpandya7) July 7, 2023
মহম্মদ সামি : ঈশ্বর তোমার উপর অবিরাম আশীর্বাদ বজায় রাখুন। হ্যাপি বার্থডে মাহি ভাই।
May God continue to shower you with endless blessings. Happy birthday. Happy birthday @msdhoni bhai ??? #mdshami11 #mdshami #birthday #birthdaycake pic.twitter.com/TmpecRt3pA
— ???????? ????? (@MdShami11) July 7, 2023
ঋষভ পন্থ : “দেশের বহু মানুষের অনুপ্রেরণা। ভারতীয় ক্রিকেটের জন্য যা যা করেছ সবকিছুর জন্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে মাহি ভাই।” এর পাশাপাশি ইনস্টাগ্রামে কেক কাটার ছবি পোস্ট করেছেন পন্থ। লেখেন, “তুমি পাশে নেই তো কী হয়েছে, তোমার হয়ে আমিই কেক কেটে ফেলি।”
জয় শাহ: ভারতীয় দলের সবচেয়ে সফল ক্যাপ্টেনকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার ক্যারিশমা, নেতৃত্ব এবং অসাধারণ দক্ষতা সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে। ভারতীয় ক্রিকেটকে অতুলনীয় অবদানের জন্য ধন্যবাদ।
Happy Birthday to the most successful captain of Team India, @msdhoni! Your charisma, leadership, and extraordinary skills continue to inspire millions around the globe. Thank you for your unparalleled contributions to Indian cricket. @BCCI pic.twitter.com/ogeFGRXhI2
— Jay Shah (@JayShah) July 7, 2023