Sachin Tendulkar: একফ্রেমে একঝাঁক মহাতারকা… সচিনের শেয়ার করা এই ছবি দেখেছেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 16, 2022 | 3:53 PM

ক্রিকেটপ্রেমীরা ফের একসঙ্গে চাক্ষুষ করার সুযোগ পাচ্ছেন প্রিয় প্রাক্তন তারকাদের খেলা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন সচিন। যে ছবি দেখার পর সকলে বলছেন, এগুলো বহুমূল্য ছবি।

Sachin Tendulkar: একফ্রেমে একঝাঁক মহাতারকা... সচিনের শেয়ার করা এই ছবি দেখেছেন?
একফ্রেমে একঝাঁক মহাতারকা… সচিনের শেয়ার করা এই ছবি দেখেছেন?
Image Credit source: Sachin Tendulkar Twitter

Follow Us

কানপুর: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ (Road Safety World Series) খেলতে এই মুহূর্তে ব্যস্ত ভারতের কিংবদন্তি তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। প্রাক্তনদের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের একাধিক প্রাক্তন তারকা ক্রিকেটাররা। এ বারের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হচ্ছে কানপুর, ইন্দোর, দেরাদুন ও রায়পুর এই চারটি শহরে। ১০ সেপ্টেম্বর কানপুরে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ক্রিকেটপ্রেমীরা ফের একসঙ্গে চাক্ষুষ করার সুযোগ পাচ্ছেন প্রিয় প্রাক্তন তারকাদের খেলা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন সচিন। যে ছবি দেখার পর সকলে বলছেন, এগুলো বহুমূল্য ছবি।

সচিন শুধু ছবি পোস্ট করেই থেমে যাননি। বরং তিনি সকলের উদ্দেশে মজার ছলে প্রশ্ন ছুড়ে দেন এই যে, “আপনারা কী বলতে পারবেন, এই ছবিগুলোতে মোট কত আন্তর্জাতিক রান ও উইকেট রয়েছে?”

সচিন যে ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে ফ্লাইটে তাঁর পাশে বসে রয়েছেন যুবরাজ সিং। শেন ওয়াটসন বসে ছিলেন সচিন-যুবরাজদের পরের লাইনে। ব্রেট লি ছিলেন তাঁদের পাশের লাইনে। লি-ওয়াটসন ছাড়াও সেই ছবিতে পরপর রয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের নামের পাশে রয়েছে ৩৪ হাজার ৩৫৭ রান। ব্রেট লির মোট আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৭১৮টি। ফলে ছবির সকল প্লেয়ারদের চিনে তাঁদের আন্তর্জাতিক রান ও উইকেট খুজে বের করাটা রীতমতো কঠিন কাজ।

উল্লেখ্য, এই ছবি দেখে মনে হচ্ছে, সচিনসহ একাধিক প্রাক্তন ক্রিকেটাররা রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের জন্য এক ভেনু থেকে অপর ভেনুতে যাচ্ছেন।

এ বার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সংস্করণ হচ্ছে। কানপুরে উদ্বোধনী ম্যাচ হয়েছে। সেমিফাইনাল দু’টি রাইপুরে হবে। ফাইনালও হবে রাইপুরে। এ বারের সংস্করণে যোগ দিয়েছে নিউজিল্যান্ড লেজেন্ডস দল। সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং ইংল্যান্ড লেজেন্ডস দল। ২২ দিনের এই প্রতিযোগিতার প্রধান লক্ষ্যই হল রোড সেফটি নিয়ে সচেতনতা বাড়ানো। সড়ক পরিবহণ, তথ্য প্রযুক্তি এবং ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক এর সঙ্গে যুক্ত রয়েছে।

Next Article