World Sports Journalists Day: বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কী বার্তা দিলেন সচিন-লক্ষ্মণরা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 02, 2022 | 4:30 PM

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। সেই উপলক্ষ্যে টুইটারে ক্রীড়া সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণরা (VVS Laxman)।

World Sports Journalists Day: বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কী বার্তা দিলেন সচিন-লক্ষ্মণরা?
World Sports Journalists Day: বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কী বার্তা দিলেন সচিন-লক্ষ্মণরা?

Follow Us

কলকাতা: গতকালের কোনও ম্যাচ মিস করেছেন? সংবাদপত্রের খেলার পাতা, কিংবা কোনও না কোনও খবরের ওয়েবসাইট খুললেই একনজরে দেখে নিতে পারবেন ম্যাচের বিস্তারিত তথ্য। যাঁদের দৌলতে ক্রীড়াক্ষেত্র আজ এতটা পরিচিত জনমানসে, আজ তাঁদেরই দিন। আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস (World Sports Journalists Day)। আজ থেকে ৯৮ বছর আগে প্যারিস অলিম্পিকের সময় ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে এআইপিএস (আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা) প্রতিষ্ঠিত হয়। সেই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ২ জুলাই ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। সেই উপলক্ষ্যে টুইটারে ক্রীড়া সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণরা (VVS Laxman)

ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে সকল ক্রীড়া সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। টুইট বার্তায় মাস্টার ব্লাস্টার লেখেন, “ক্রীড়া সাংবাদিকদের খেলাধুলার প্রসারে বড় ভূমিকা রয়েছে। তাঁরা ক্রীড়াবিদ এবং একটি খেলার অনুরাগীদের একে অপরের কাছাকাছি নিয়ে আসে। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসে তাঁদের সকলকে শুভেচ্ছা জানাই।”

ভারতের ৩৭ বছরের উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক টুইটারে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে লেখেন, “আমাদের উৎসাহিত করতে এবং খেলাধুলার প্রচারের জন্য আপনারা যেটা করেন তার জন্য ধন্যবাদ। আপনারা সকলেই সর্বাধিক প্রশংসার দাবিদার। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।”

টার্বোনেটর নামে পরিচিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং টুইটারে লেখেন, “হ্যাপি ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে! আমি সকলত ক্রীড়া সাংবাদিকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করি, যারা বিভিন্ন মাধ্যমে খেলাধুলাকে সমস্ত লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। আপনারা সবাই খেলাধুলা ও ক্রীড়াবিদদের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করেন।”

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে এনসিএর প্রধান ভিভিএস লক্ষ্মণ টুইটারে লেখেন, “বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের শুভেচ্ছা সেই সমস্ত সাংবাদিকদের যারা খেলাধুলা এবং এর অনুরাগীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। ভালো কাজ করতে থাকুন এবং দেশের খেলাধুলা ও ক্রীড়াবিদদের আরও উৎসাহিত করুন।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা টুইটারে লেখেন, “আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আমি আমাদের সমস্ত ক্রীড়া সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁদের অবদানের জন্যই খেলা আজ এই জায়গায় পৌঁছেছে।”

 

Next Article