Sachin Tendulkar: রাবাডা, কামিন্সদের বিরুদ্ধে গ্লোরিয়াস শট, সচিনের এই ভিডিয়ো দেখেছেন?
Sachin Tendulkar Birthday Special: সেই কভার ড্রাইভ, ট্রেডমার্ক স্ট্রেটড্রাইভ, ব্যাকফুট ড্রাইভ, এমন অনেক শট আজও ক্রিকেট প্রেমীদের চোখে ভাসে। সেই শটগুলি যদি বারবার দেখার সুযোগ হয়! ওয়াকার ইউনিস, ডেল স্টেইন, ওয়াসিম আক্রম, গ্লেন ম্যাকগ্রা, শন পোলক...। তালিকাটা শেষই হবে না। কিংবদন্তি বোলারদের বিরুদ্ধে মাস্টারব্লাস্টারের সেই শটগুলি সত্যিই বারবার দেখতে ইচ্ছে করে। আচ্ছা ধরুন বর্তমান প্রজন্মের কাগিসো রাবাডা, প্যাট কামিন্সদের বিরুদ্ধেও যদি এই শট খেলতেন সচিন!
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের আজ জন্মদিন। ভারতীয় ক্রিকেটের ঈশ্বর। ভারতে ক্রিকেট একটা ধর্ম। তার অন্যতম কারণ সচিন। ওয়াংখেড়ের গ্যালারিতে এখনও সেই সচিন সচিন ধ্বনি ইকো হয় প্রতিনিয়ত। শুধু ওয়াংখেড়েই কেন, দেশের যে কোনও স্টেডিয়াম। সচিন তেন্ডুলকর উপস্থিত হলে এই ধ্বনি উঠতে বাধ্য। তাঁর জন্মদিন ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে বিরাট উৎসব। এমন একটা দিনে যদি ভিন্টেজ সচিনের শট দেখা যায়!
সেই কভার ড্রাইভ, ট্রেডমার্ক স্ট্রেটড্রাইভ, ব্যাকফুট ড্রাইভ, এমন অনেক শট আজও ক্রিকেট প্রেমীদের চোখে ভাসে। সেই শটগুলি যদি বারবার দেখার সুযোগ হয়! ওয়াকার ইউনিস, ডেল স্টেইন, ওয়াসিম আক্রম, গ্লেন ম্যাকগ্রা, শন পোলক…। তালিকাটা শেষই হবে না। কিংবদন্তি বোলারদের বিরুদ্ধে মাস্টারব্লাস্টারের সেই শটগুলি সত্যিই বারবার দেখতে ইচ্ছে করে। আচ্ছা ধরুন বর্তমান প্রজন্মের কাগিসো রাবাডা, প্যাট কামিন্সদের বিরুদ্ধেও যদি এই শট খেলতেন সচিন! তাঁদের রিঅ্যাকশনই বা কী হত?
সচিনের জন্মদিনে বছর দুয়েক আগে আইসিসি এমনই একটি ভিডিয়ো তৈরি করেছিল। যেখানে ভিন্টেজ সচিন নানা শট খেলছেন রাবাডা, কামিন্স, মুস্তাফিজুর, জোফ্রা আর্চারদের বিরুদ্ধে এমন সব শট খেলছেন সচিন তেন্ডুলকর। আজ তাঁর জন্মদিনে ফের একবার ভাইরাল সেই ভিডিয়ো।
We’ve all seen those trademark @sachin_rt shots – but we’ve not seen them like this.
Presenting Sachin Tendulkar, taking on Kagiso Rabada, Jofra Archer, Pat Cummins et al 😲 📺#HappyBirthdaySachin pic.twitter.com/USLwieRU98
— ICC (@ICC) April 24, 2021
সেই ভিডিয়ো এতটাই সুন্দর এডিট করা হয়েছে, দেখে মনেই হবে না, সেটা এডিটেড। পুরোপুরি ভিন্টেজ সচিনকে দেখা যাবে।