Weather Update: আবহাওয়ার আর কোন খেলা দেখতে হবে! ৩১-এর রাত পেরলেই হাওয়া-বদল
Weather Update: নিম্নচাপ আর পশ্চিমি ঝঞ্ঝায় এবার শীতের দফারফা হয়ে গিয়েছে। ডিসেম্বর কেটে গেলেও শীতের দেখা মেলেনি। জানুয়ারিতে কি পড়বে শীত?
কলকাতা: ডিসেম্বর জুড়ে তো শীতের জন্য হাহুতাশ করতে হয়েছে। এবার আসছে নতুন বছর। আর নতুন বছরের সূর্য উঠলেই নাকি বদলে যাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই বলছে। ১ জানুয়ারি থেকে ঠাণ্ডার অনুভূতি পাবেন। পারদ পতনের সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্বাভাসে।
বড়দিনে তো দূর, বর্ষশেষের রাতেও যে ঠাণ্ডা সেভাবে পড়ছে না, তা জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে নতুন বছরে সেই অপেক্ষা শেষ হবে। জানুয়ারি মাসের শুরুতেই তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে, তবে প্রবল শীতের কোনও সম্ভাবনা এখনও নেই।
বড়জোর ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের একটা আমেজ তৈরি হতে পারে। তবে জাঁকিয়ে নয়, হালকা শীতেই বর্ষবরণের পূর্বাভাস দেওা হয়েছে। তাপমাত্রা নামবে একটু একটু করে।
আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। অর্থাৎ বছরের শেষ দিনেও বাড়ল না ঠান্ডা! নিম্নচাপ আর পশ্চিমি ঝঞ্ঝায় এবার শীতের দফারফা হয়ে গিয়েছে। ডিসেম্বর কেটে গেলেও শীতের দেখা মেলেনি। জানুয়ারিতে কি পড়বে শীত? এখনও বলতে পারছেন না আবহাওয়াবিদরা।