Sourav Ganguly: করোনা সংক্রমিত সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 05, 2022 | 12:34 PM

করোনা সংক্রমিত সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়। মৃদু উপসর্গ রয়েছে সানার।

Sourav Ganguly: করোনা সংক্রমিত সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়
সৌরভ ও সানা। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: করোনা সংক্রমিত সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। গতকাল রাতেই সৌরভ-কন্যার কোভিড (Covid-19) রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। হালকা জ্ব ও কাশি থাকায় করোনা পরীক্ষা করা হয়। গতকাল রাতে রিপোর্ট পজিটিভ আসার পর বাড়িতেই আইসোলেশনে আছেন সৌরভ-কন্যা।

 

করোনা প্রতিষেধকের দুটো ডোজই আগে নিয়েছেন সানা। বছর শেষের মুখে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ওমিক্রন (Omicron) রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে তাঁর। বছর শুরুর আগেই বাড়ি ফিরে আসেন মহারাজ। তবে এ বার কোভিড পজিটিভ হলেন তাঁর মেয়ে সানা। ইংল্যান্ডে পড়াশোনা করলেও এই মুহূর্তে বেহালার বাড়িতেই আছেন তিনি।

 

আগেই কোভিড পজিটিভ হয়েছেন সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়। খুড়তুতো ভাইও কোভিড পজিটিভ। বেহালায় সৌরভের অফিসের কয়েকজন কর্মীও করোনা সংক্রমিত।

 

আরও পড়ুন: NZ vs BAN: মুসফিকুরদের গলায় ‘আমরা করব জয়’

Next Article