জোড়া সেঞ্চুরির পর জোড়া ডাক। হ্যাটট্রিক হবে না তো! সঞ্জু স্যামসনকে নিয়ে এই আশঙ্কা ছিল। অন্যদিকে, দীর্ঘ ব্যর্থতা কাটিয়ে গত ম্যাচে হাফসেঞ্চুরি করা অভিষেক শর্মা ধারাবাহিকতা দেখাতে পারবেন তো! এই প্রশ্নের উত্তর খুঁজছিল ভারত। তবে সেরা রিঅ্যাকশন পাওয়া গেল টসে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস হারের হ্যাটট্রিক করেছিলেন সূর্যকুমার যাদব। অবশেষে টস জিতলেন এবং সত্যিই ব্যাটিং নিলেন। শূন্যতেই অভিষেকের ক্যাচ ফসকান রিজা হেনড্রিক্স। এরপর শুধুই বাউন্ডারির ঝড়। পাওয়ার প্লে আরেকটা সুন্দর হতে পারত। কিন্তু ষষ্ঠ ওভারের পঞ্চম বলে আউট অভিষেক। মাত্র ১৮ বলে ৩৬ রানে ফেরেন। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৭৩ রান তোলে ভারত।
এ বছর ২৫টির মধ্যে ২৩টি টি-টোয়েন্টি জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে ২-১’র লিড। এখান থেকে সিরিজ হারার জায়গা নেই। সিরিজ জিততে জোহানেসবার্গে আজ জিততেই হবে। শুরুটা সব দিক থেকেই ভালো। সূর্যকুমার যাদব টস জিততেই ব্যাকগ্রাউন্ডে হার্দিক পান্ডিয়ার হাসি দেখা যায়। তিন ম্যাচে টস হারের পর জয়। আর প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক-সঞ্জুর তাণ্ডব।
জো’বার্গে পাওয়ার প্লে-তে ৭৩ রানের মধ্যে অভিষেক শর্মা দুটি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন। সঞ্জু স্যামসন দুটি করে বাউন্ডারি ও ওভার বাইন্ডারি। এ বছর ইতিমধ্যেই টি-টোয়েন্টিতে ২১৯ ছয় মেরেছে ভারত। সঞ্জু যেভাবে ব্যাট করছেন সংখ্যাটা আরও বাড়বে। এই ম্যাচে অভিষেকের সম্ভাবনা ছিল বিজয়কুমার বিশাখ ও যশ দয়ালের মধ্যে কোনও একজনের। যদিও অপরিবর্তিত একাদশই নামান ক্যাপ্টেন স্কাই।
Final toss of the #SAvIND series 🪙 🤩
It’s #TeamIndia‘s call and they have chosen to bat first in the all-important decider! ⚔️
Catch the LIVE action now on #JioCinema, #Sports18, and #ColorsCineplex! 🎬#JioCinemaSports pic.twitter.com/PdJGoRxnOG
— JioCinema (@JioCinema) November 15, 2024