AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, RR: IPL এর আগে চাপ বাড়ল রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের

এ বছরের আইপিএল শুরু হতে দেরি রয়েছে। কিন্তু তার আগে হঠাৎ করেই রাজস্থান রয়্যালসের চিন্তা বাড়িয়ে দিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

IPL 2025, RR: IPL এর আগে চাপ বাড়ল রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের
রাহুল দ্রাবিড়Image Credit: X
| Updated on: Feb 03, 2025 | 6:21 PM
Share

কলকাতা: সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু। তারপর রয়েছে ক্রিকেট প্রেমীদের অত্যন্ত আগ্রহের আইপিএল। তার আগে টিম ইন্ডিয়ার আর কোনও টি-২০ সিরিজ নেই। সদ্য দেশের মাটিতে ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হারিয়েছেন স্কাইরা। ওই ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এ বার তাঁর চোটের আপডেট পাওয়া গিয়েছে। যা এই মুহূর্তে চিন্তা বাড়িয়ে দিয়েছে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে সঞ্জুর চোটের বিষয়ে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সঞ্জু স্যামসনের ডান হাতের তর্জনীতে চিড় ধরেছে। ওটা সেরে ওঠার পর নেটে ফেরার জন্য ওর হয়তো পাঁচ থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। ফলে পুনেতে ৮-১২ ফেব্রুয়ারি অবধি হতে চলা রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কেরলের হয়ে ওকে দেখার সম্ভবনা নেই। সব ঠিক মতো এগোতে থাকলে হয়তো ও আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েই আবার মাঠে ফিরবে।’

আইপিএলের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। সেই টিমের অধিনায়ক সঞ্জু স্যামসন। দলের উইকেটকিপারও তিনি। ফলে তাঁর চোট মানে পিঙ্ক আর্মির কোচ রাহুল দ্রাবিড়ের বড় চিন্তা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে চোট পান কেরলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু। ৬ দিয়ে ইনিংস শুরু করেছিলেন। এরপর তিনটে ডট বল দেন জোফ্রা আর্চার। তার মধ্যে প্রথম ওভারের তৃতীয় বলে সঞ্জুর আঙুলে চোট লাগে। জোফ্রা আর্চার এই সিরিজে সঞ্জুকে বেশ চাপে ফেলেছেন। তিনি সঞ্জুকে প্রায় ১৪২-১৪৫ কিমি/ঘণ্টা গতিতে বল করেছেন এই সিরিজে। দ্বিতীয় ওভারের প্রথম বলে মার্ক উড তুলে নেন সঞ্জুর উইকেট। যে ডেলিভারিতে তিনি আউট হয়েছিলেন, তাতে বেশি বাউন্স ছিল। এক ওভারে ১৬ রান তুলে মাঠ ছাড়েন সঞ্জু। এ বার দেখার কবে পুরোপুরি তাঁর আঙুলের চোট সেরে ওঠে।