নয়াদিল্লি: রবিবার এশিয়া কাপে (Asia Cup 2023) আবার মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচ হয়েছিল নিষ্ফলা। এ বার সুপার ফোর পর্বে ভারত-পাক ম্যাচের দিকে তাঁকিয়ে দুই দেশের ক্রিকেট প্রেমীরা। রাত পোহালেই ভারত-পাক মহারণ। সূত্রের খবর, মেগা ম্যাচের আগে ভারতে ফেরত পাঠানো হল সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একদিকে সঞ্জু ভারতে ফিরলেন, অন্যদিকে লোকেশ রাহুল দলে যোগ দিলেন। চলতি এশিয়া কাপে ভারতীয় টিমের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কায় গিয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু এশিয়া কাপে খেলার সৌভাগ্য হল না তাঁর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের ভারতীয় টিমের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে সফর করছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু এ বার ভারত-পাক সুপার ফোর ম্যাচের আগে সঞ্জু স্যামসনকে দেশে ফেরত পাঠানো হল। সংবাদসংস্থা এএনআইকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, লোকেশ রাহুল দলে যোগ দেওয়ার পর সঞ্জু স্যামসনকে রিলিজ করে দেওয়া হয়েছে। তিনি যেহেতু ভারতীয় টিমের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে সফর করছিলেন, তাই রাহুল ফেরায় সঞ্জুকে দেশে ফেরত পাঠানো হল।
দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাননি সঞ্জু। যা দেখে সঞ্জুর সমর্থকরা তাঁর প্রতি সুবিচার চেয়ে সোচ্চার হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এ বার তাঁকে এশিয়া কাপের মাঝে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া নিয়েও সরব তাঁর ভক্তরা। অনেকের মন্তব্য, প্রয়োজন ফুরোল বলে সঞ্জু স্যামসনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারত-পাক ম্যাচের আগে টিম ইন্ডিয়ার সঙ্গে অনুশীলন করেছেন লোকেশ রাহুল। বাঁ-হাতি পেসার ও ডান-হাতি পেসারদের বিরুদ্ধে নেটে প্র্যাক্টিস করেছেন রাহুল। জানা গিয়েছে, অনুশীলনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন লোকেশ রাহুল। এ বার দেখার ভারত-পাক ম্যাচের একাদশে তাঁকে দেখা যায় কিনা। আর তিনি সুযোগ পেলে কেমন পারফর্ম করবেন, সেদিকেও বাড়তি নজর থাকবে।