IND vs ENG: অপেক্ষার অবসান, রাজকোটে টেস্ট অভিষেক সরফরাজ-ধ্রুবর

Feb 15, 2024 | 10:25 AM

Sarfaraz Khan-Dhruv Jurel: ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ আপাতত ১-১ দাঁড়িয়ে। রাজকোটে দুই দলই সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামছে। অবশেষে স্বপ্নপূরণ হল মুম্বইকর সরফরাজ খানের। একইসঙ্গে রাজকোটে টেস্ট ডেবিউ হল ২৩ বছর বয়সী উত্তরপ্রদেশের উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুরেলের। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে একঝাঁক পরিবর্তন ভারতীয় টিমে।

IND vs ENG: অপেক্ষার অবসান, রাজকোটে টেস্ট অভিষেক সরফরাজ-ধ্রুবর
স্বপ্নপূরণ সরফরাজ-ধ্রুবর

Follow Us

কলকাতা: লক্ষ্মীবারে সকাল সকাল লক্ষ্মীলাভ… এ কথা বলাই যায় টিম ইন্ডিয়ার দুই তরুণ ক্রিকেটারের জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রত্যাশামতো রাজকোট টেস্টে ভারতীয় টিমে জোড়া অভিষেক হল। বেন স্টোকসদের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের শুভ সূচনা করতে চলেছেন মুম্বইয়ের সরফরাজ খান (Sarfaraz Khan) এবং উত্তরপ্রদেশের ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টস জিতেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। একঝাঁক পরিবর্তন ভারতীয় টিমে। টস জিতে কী বাছলেন রোহিত? দুই দলের একাদশ কেমন হল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ আপাতত ১-১ দাঁড়িয়ে। রাজকোটে দুই দলই সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামছে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। টস জিতে রোহিত বলেন, ‘ভারতের একাদশে চারটি পরিবর্তন হচ্ছে। ধ্রুব জুরেল ও সরফরাজ খানের টেস্ট অভিষেক হচ্ছে। মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা টিমে ফিরল। এবং অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার একাদশে নেই। রাজকোটের পিচ ভালো। টস জিতে ভালো হয়েছে। আমরা দলগত ভালো খেলেছি। এখানেই সেটাই চাই।’

তৃতীয় টেস্টের টস হওয়ার পর বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড থেকে রিলিজ় করা হয়েছে মুকেশ কুমারকে। তিনি বাংলা রঞ্জি টিমের সঙ্গে পরবর্তী ম্যাচের জন্য যোগ দেবেন। তারপর রাঁচি টেস্টের আগে আবার টিম ইন্ডিয়াতে ফিরবেন।

কেরিয়ারের শততম টেস্ট খেলতে নেমে টস হেরেছেন বেন স্টোকস। কিন্তু ম্যাচ কোনওভাবেই হারতে চায় না ইংল্যান্ড। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশে একটিই পরিবর্তন হয়েছে। শোয়েব বশিরের জায়গায় একাদশে ফিরেছেন মার্ক উড।

ইংল্যান্ডের একাদশ – জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, রজত পাতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।

 

Next Article