এতদিন অনুমান, জল্পনা, ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তে আসা হচ্ছিল। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যৌথভাবে আয়োজন করবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আইপিএল শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু। মনে করা হয়েছিল, রোহিত শর্মাতেই দায়িত্ব দেওয়া হবে। এরপরও কিছুটা ধোঁয়াশা থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিত নেতৃত্ব দেওয়ায় চিত্রটা পরিষ্কার হতে থাকে। কিন্তু এখানেও ‘শর্তাবলী প্রযোজ্য’ ছিল। এখন আর কোনও ধোঁয়াশা নেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড কী হবে, নিশ্চিত নয়। বোর্ডের তরফে জানানো হয়েছিল, আইপিএলের পারফরম্যান্সেও নজর রাখা হবে। প্রশ্ন উঠছিল, আইপিএলের গত দুই সংস্করণে নেতৃত্ব এবং ব্যাটিং, দুই বিভাগেই ফ্লপ। এ বারও যদি তেমন কিছু ঘটে, রোহিতকে কি তারপরও বিশ্বকাপের স্কোয়াডে দেখা যেতে পারে? মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে। নজর থাকবে তাঁর ব্যাটিংয়ে। কিন্তু আইপিএলের পারফরম্যান্সের উপর রোহিতের ভাগ্য নির্ভর করবে না, এটুকু নিশ্চিত।
তৃতীয় টেস্টের আগের বোর্ড একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে সংবর্ধনা দেওয়া হয় ভারতীয় দলের দীর্ঘ যুদ্ধের নায়ক চেতেশ্বর পূজারাকে। তাঁর ঘরের মাঠেই ম্যাচ। পূজারা অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর আর টেস্ট স্কোয়াডে সুযোগ পাননি। তাঁর সঙ্গে যেন ‘গোল্ডেন হ্যান্ডশেক’ হয়ে গেল। পূজারাকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে যেন বার্তা দেওয়া হল, বোর্ড এ বার নতুনদের নিয়েই এগতে চাইছে। এই অনুষ্ঠানেই ঘোষণা করে দেওয়া হল, টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতই নেতা।
রাজকোটের নীরঞ্জন শাহ স্টেডিয়ামের ইভেন্টে বোর্ড সচিব জয় শাহ বলেন, ‘আমরা হয়তো ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হেরেছি। কিন্তু টানা দশ ম্যাচ জিতে আমরা ক্রিকেট প্রেমীদের হৃদয়ও জিতেছি। আমি আত্মবিশ্বাসী রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা আমরাই হাতে নেব।’