Sarfaraz Khan: বঞ্চনার জবাবে আবার ঝলসে উঠল ব্যাট! নির্বাচকরা মুখ লুকোবেন কোথায়?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 17, 2023 | 6:07 PM

বার বার আশা দিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছে। জাতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগের অপেক্ষায় অধীরে আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক ব্যাটার সরফরাজ খানকে যেন দেখেও দেখতে পাচ্ছেন না নির্বাচকরা।

Sarfaraz Khan: বঞ্চনার জবাবে আবার ঝলসে উঠল ব্যাট! নির্বাচকরা মুখ লুকোবেন কোথায়?
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: আশা করেও ভারতীয় দলে ডাক পাননি ঠিকই, তবে সরফরাজ খানের ব্যাটে রান থেমে থাকেনি। থেমে থাকছে না সরফরাজ খানের (Sarfaraz Khan) ব্যাট। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে ( ফিরোজ শাহ কোটলা) দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২৫ রানের দুরন্ত ইনিংস খেললেন সরফরাজ। প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও সফররাজের এই শতরান মুম্বইয়ের জন্য ভীষণ প্রয়োজন ছিল। ঘরোয়া ক্রিকেটে (Ranji Trophy 2022-23) সাফল্যের ঝুলি উপচে পড়লেও নির্বাচকরা সরফরাজের ক্ষেত্রে ‘চোখ’ বন্ধ করেই রেখেছেন। ব্যাট হাতে সেই বঞ্চনার জবাব দেওয়ার কথা শপথ নিয়েছেন ২৫ বছরের সরফরাজ নওশাদ খান। বিস্তারিত TV9 Banglaর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ। অথচ সরফরাজের নাম সেই তালিকায় নেই। ২৫ বছরের সরফরাজ নওশাদ খানের প্রতি নির্বাচকদের ‘অবিচার’-এর বিরুদ্ধে রব তুলেছিলেন নেটিজেনরা। সরফরাজ নিজেও ইনস্টাগ্রামে ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিসংখ্যানের তালিকা দিয়ে নির্বাচকদের কটাক্ষ করেছিলেন। সংবাদমাধ্যম সাক্ষাৎকারে স্পষ্ট বলে দেন, রাতে ঘুমোতে পারছেন না তিনি। বারবার আশা জাগিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছে। গতবছর বাংলাদেশ সফর থেকে আসন্ন বর্ডার-গাভাসকর সিরিজে ডাক পাওয়ার আশা ভেঙেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণার পর নিজেই নিজেকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে বাবার সঙ্গে কথা বলার পর শান্ত হন। সরফরাজ বলে দিয়েছিলেন, তিনি হতাশ না হয়ে নিজের কাজটা করে যাবেন। দিল্লির বিরুদ্ধে মাঠে নেমে সেটাই করে দেখালেন। ১৫৫ বলে ১৬টি চার ও ৪টি ছয়ের বিনিময়ে ১২৫ রান।

মঙ্গলবার টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় দিল্লি। ওপেনার পৃথ্বী শ-এর ৪০ রান। একটা সময় ১১০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বই। কঠিন সময়ে আরও একবার ঝলসে উঠল সরফরাজের ব্যাট। প্রথম ২০টি বল খেলে মাত্র ১ রান তুলতে পেরেছিলেন সরফরাজ। তারপর থেকে ব্যাটে ঝড় উঠতে শুরু করে। প্রসাদ পাওয়ারের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর ১০০ পার করে দেন। কেরিয়ারের ৩৭তম প্রথম শ্রেণির ম্যাচে সরফরাজ খানের ১৩তম শতরান এটি। প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চাশের বেশি ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে সরফরাজের যা গড় তার আগে রয়েছেন শুধুমাত্র কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। এদিন শতরানের পর টুপি খুলে সরফরাজকে কুর্নিশ জানান কোচ অমল মজুমদার। জাতীয় দলে সুযোগ না পাওয়ার যন্ত্রণাটা তাঁর থেকে ভালো কে আর বোঝে।

Next Article