Satyam Patra: স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড সুন্দরবনের সত্যমের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 11, 2022 | 6:55 PM

যেখানে বাঘের ভয়, সেখানে ক্রিকেটও হয়! সুন্দরবনের এক ছেলে কলকাতার ময়দানে এসে ডাবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছে।

Satyam Patra: স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড সুন্দরবনের সত্যমের
Satyam Patra: স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড সুন্দরবনের সত্যমের

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

যেখানে বাঘের ভয়, সেখানে ক্রিকেটও হয়! সুন্দরবনের এক ছেলে কলকাতার ময়দানে এসে ডাবল সেঞ্চুরি (double century) করে তাক লাগিয়ে দিয়েছে। সত্যম পাত্র (Satyam Patra)। এ বছর মাধ্যমিক দিয়েছে। স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছে সত্যম। মেয়রস কাপে ডন বস্কোর (লিলুয়া) বিরুদ্ধে ২১৭ রানে অপরাজিত থাকল সত্যম। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও কামাল। সত্যমের ঝুলিতে ৩ উইকেট। সপ্তাহের প্রথম দিনেই বঙ্গবাসী কলেজের মাঠে রেকর্ড সত্যমের। ইনিংসে সাজানো ৩১ চার, ৭টা ছয়।

ছোট থেকেই বিরাট কোহলির ফ্যান। বিরাটের জন্যই ক্রিকেটকে ভালোবাসা। বাংলার অনূর্ধ্ব-১৬ দলেও ডাক পেয়েছিল। কিন্তু ২৩ জনের চূড়ান্ত দলে ঠাঁই না মেলায় প্রমাণের মঞ্চ হিসেবে স্কুল ক্রিকেটকেই বেছে নেয় সত্যম। ভোর ৫টায় বাড়ি থেকে বেরিয়ে মাঠে নেমেই ডাবল সেঞ্চুরির নজির গড়েছে সত্যম। ব্যাটিংয়ের পাশাপাশি লেগস্পিনও তাঁর অস্ত্র।

মা অনীতা দেবী প্যারা শিক্ষক। ছেলের ক্রিকেটের জন্য খরচ টানতে কষ্ট হলেও তা চালিয়ে যেতে চান। তিনি বলেন, ‘ওর শখ পূরণ করুক। কষ্ট হলেও আমি চেষ্টা করে যাব। পড়াশোনার জন্য কখনও ওর খেলায় বাধা দেব না।’

সত্যমের ক্রিকেটই ধ্যান জ্ঞান। ইন্টারন্যাশনাল ক্লাবে সই করলেও এখনও খেলার সুযোগ হয়নি। ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া ইতিমধ্যেই প্রস্তাব দিয়ে রেখেছে সত্যমকে। কোভিডের কারণে গত বছর মেয়রস কাপ হয়নি। ২ বছর আগেও একটা ম্যাচে ৯৪ নট আউট ছিল সত্যম। এখানেই থামতে চায় না সে।

আরও পড়ুন: SRH vs GT LIVE Score, IPL 2022: উইলিয়ামসনের অরেঞ্জ আর্মির মুখে আজ হার্দিকের গুজরাত

আরও পড়ুন: IPL 2022 CSK vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ

আরও পড়ুন: IPL 2022: কেকেআরের এই ফ্যানগার্লকে চেনেন? রাতারাতি হুড়মুড়িয়ে বেড়েছে এই সুন্দরীর ইন্সটাগ্রাম ফলোয়ার

Next Article