IPL 2022 CSK vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ
চলতি আইপিএলের (IPL 2022) ২২তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও ফাফ দু'প্লেসির (Royal Challengers Bangalore)।
মুম্বই: মঙ্গলবার আইপিএল-১৫-র ১৮তম দিন। চলতি আইপিএলের (IPL 2022) ২২তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও ফাফ দু’প্লেসির (Royal Challengers Bangalore)। এ বারের আইপিএলে সিএসকে ও আরসিবি চারটি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে আরসিবি ৩টি ম্যাচে জিতেছে এবং ১টিতে হেরেছে। এবং লিগ টেবলের ৪ নম্বরে রয়েছেন বিরাট কোহলিরা। অন্যদিকে আইপিএল-১৫-র চারটি ম্যাচেই হেরেছে জাডেজার দল। টানা ৪ ম্যাচে হেরে লিগ টেবলের ১০ নম্বরে রয়েছেন ধোনিরা। তাই মঙ্গলবার ধোনি-বিরাট দ্বৈরথে কারা করে বাজিমাত, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই ও ব্যাঙ্গালোর। যার মধ্যে দাপটের সঙ্গে ১৯ বার জিতেছে চেন্নাই। আর ৯ বার জিতেছে ব্যাঙ্গালোর। একটি ম্যাচ অমীমাংসিত।
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কবে হবে?
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি (১২ এপ্রিল) আগামীকাল, মঙ্গলবার হবে।
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কোথায় হবে?
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে।
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, রজত পতিদার, ডেভিড উইলি।
আরও পড়ুন: IPL 2022 Purple Cap: উমেশকে সরিয়ে পার্পল ক্যাপের মালিক এখন চাহাল
আরও পড়ুন: IPL 2022 Orange Cap: পিঙ্ক আর্মির বাটলারের দখলেই অরেঞ্জ ক্যাপ