উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ আগুন, কেমন আছেন সঙ্গীতশিল্পী?
কয়েক দিন আগে সঙ্গীতশিল্পী শানের বাসভবনে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছিল। এবার ভয়াবহ অগ্নিকাণ্ডে কবলে উদিত নারায়ণ। সোমবার রাতে ঘটে ভয়াবহ ঘটনা। রাত ৯টা ১৫ মিনিটে আন্ধেরির শাস্ত্রী নগরের বহুতলে আগুন লাগে।
কয়েক দিন আগে সঙ্গীতশিল্পী শানের বাসভবনে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছিল। এবার ভয়াবহ অগ্নিকাণ্ডে কবলে উদিত নারায়ণ। সোমবার রাতে ঘটে ভয়াবহ ঘটনা। রাত ৯টা ১৫ মিনিটে আন্ধেরির শাস্ত্রী নগরের বহুতলে আগুন লাগে। আচমকা আগুনের শিখা আর ধোঁয়া দেখে চমকে যান এলাকার বাসিন্দারা।
তার কিছু ক্ষণ পরে সবাই বুঝতে পারেন আগুন লেগেছে। তার পর জরুরি ভিত্তিক কর্মীরা পৌঁছে যান হাসপাতালে। না তবে এই ঘটনায় সঙ্গীতশিল্পী বা তাঁর পরিবারের কোনও ক্ষতি হয়নি। তাঁরা সুরক্ষিত আছেন। কিন্তু ক্ষতি হয়েছে উদিত নারায়ণের এক প্রতিবেশি রাহুল মিশ্রর। বহুতলের ১১ তলায় থাকতেন তিনি। অগ্নিকাণ্ডে গুরুতর জখম হওয়ার পরে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কোকিলাবেন হাসপাতালে।
কী ভাবে ঘটল এমন ভয়াবহ অগ্নিকাণ্ড। চলছে তদন্ত। কর্তৃপক্ষের অনুমান বিদ্যুত্ সংক্রান্ত কোনও সমস্যা থাকতে পারে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। যা থেকে সামনের পর্দায় আগুন ধরে যায়। বাড়ির গৃহিণী সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী জানান সে কথা। তত ক্ষণে বহুতলে ছড়িয়ে পড়ে সেই আগুন। যদিও সঙ্গীতশিল্পীর তরফে এখনও কিছু জানানো হয়নি। কোনও বিবৃতি মেলেনি এখনও।