IPL 2022 Purple Cap: উমেশকে সরিয়ে পার্পল ক্যাপের মালিক এখন চাহাল

চলতি মরসুমে এখনও অবধি ২০টি আইপিএলের (IPL) ম্যাচ হয়েছে। রবিবার ছিল আইপিএলের ডাবল হেডার। রবিবাসরীয়র প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এবং দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৩ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। বর্তমানে পার্পল ক্যাপের মালিক পিঙ্ক আর্মির যুজবেন্দ্র চাহাল। রবিরাতে ৪ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে শীর্ষস্থান থেকে উমেশ যাদবকে সরিয়ে দিয়েছেন যুজি। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। এক নজরে ছবিতে দেখে নিন কোন প্লেয়াররা এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...

| Edited By: | Updated on: Apr 11, 2022 | 10:25 AM
এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২০টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এখনও অবধি আইপিএল-১৫-র ৪টি ম্যাচে খেলে মোট ১৬ ওভার বল করে ১০৪ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন যুজি। যার মধ্যে রয়েছে রবিরাতে লখনউয়ের বিরুদ্ধে নেওয়া ৪টি উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২০টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এখনও অবধি আইপিএল-১৫-র ৪টি ম্যাচে খেলে মোট ১৬ ওভার বল করে ১০৪ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন যুজি। যার মধ্যে রয়েছে রবিরাতে লখনউয়ের বিরুদ্ধে নেওয়া ৪টি উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

1 / 5
বেগুনি টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানে  নেমে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৫টি ম্যাচে ১০টি উইকেট পেয়েছেন। এবং সেই ৫টি ম্যাচে ২০ ওভার বল করার বিনিময়ে ১৩২ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

বেগুনি টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৫টি ম্যাচে ১০টি উইকেট পেয়েছেন। এবং সেই ৫টি ম্যাচে ২০ ওভার বল করার বিনিময়ে ১৩২ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন কুলদীপ। যার মধ্যে রয়েছে রবিবার কেকেআরের বিরুদ্ধে নেওয়া ৪টি উইকেটও। এবং ১৫.৪ ওভার বল করে ১১৬ রান খরচ করেছেন এই চায়নাম্যান বোলার। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন কুলদীপ। যার মধ্যে রয়েছে রবিবার কেকেআরের বিরুদ্ধে নেওয়া ৪টি উইকেটও। এবং ১৫.৪ ওভার বল করে ১১৬ রান খরচ করেছেন এই চায়নাম্যান বোলার। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
বেগুনি টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে নেমে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ৮টি উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এবং ১৬ ওভার বল করে ১২০ রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

বেগুনি টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে নেমে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ৮টি উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এবং ১৬ ওভার বল করে ১২০ রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান (Avesh Khan)। এখনও অবধি আবেশ ৫টি ম্যাচে খেলে ১৮.৪ ওভার বল করে ১৫৮ রান খরচ করেছেন। এবং ৮টি উইকেট নিয়েছেন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান (Avesh Khan)। এখনও অবধি আবেশ ৫টি ম্যাচে খেলে ১৮.৪ ওভার বল করে ১৫৮ রান খরচ করেছেন। এবং ৮টি উইকেট নিয়েছেন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
Follow Us: