IPL 2022: রিটায়ার্ড আউট হয়ে ইতিহাসে অশ্বিন, টি-টোয়েন্টিতে পালাবদলের ইঙ্গিত

ক্রিকেট কি এ বার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে? রবিচন্দ্রন অশ্বিনের রিটায়ার্ড আউট কিন্তু সেই গল্পই শোনাচ্ছে। আইপিএলে এই প্রথম হল রিটায়ার্ড আউট। রাজস্থান এই আউটকে কি ভাবে কাজানো লাগানো যায়, তা নিয়ে অনেক দিন ধরেই ভাবছে।

IPL 2022: রিটায়ার্ড আউট হয়ে ইতিহাসে অশ্বিন, টি-টোয়েন্টিতে পালাবদলের ইঙ্গিত
IPL 2022: রিটায়ার্ড আউট হয়ে ইতিহাসে অশ্বিন, টি-টোয়েন্টিতে পালাবদলের ইঙ্গিতImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 5:51 PM

মুম্বই: আইপিএলে (IPL 2022) ইতিহাসে সেঞ্চুরি, হাফসেঞ্চুরির রেকর্ড আছে। প্রথম বলে উইকেট কিংবা হ্যাটট্রিকের রেকর্ডও কম নেই। এ বার এক বিরল রেকর্ডের সাক্ষা থাকল আইপিএল ১৫। এই প্রথম রিটায়ার্ড আউটের সাক্ষীও থাকল বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের ভক্তরা। লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ২৩ বলে নট আউট ২৮ করে মাঠ ছেড়ে চলে যান। তাঁর বদলে ১৮.২ ওভারে মাঠে আসেন রিয়াল পারাগ। অশ্বিনের বদলে ব্য়াট করতে এসে রিয়ানও একটা ছয় মেরেছিলেন। মাইকেল ভন থেকে শুরু করে আকাশ চোপড়ে, ইরফান পাঠানরা আইপিএলের এই প্রথম আউট দেখে প্রতিক্রিয়া দিয়েছেন। অশ্বিনের এই ঘটনা একটা ব্যাপার নিশ্চিত করে দিচ্ছে, গত কয়েক বছর ধরে ক্রিকেট আমূল বদলে গিয়েছে, তা আরও পাল্টাবে। যে কোনও টি-টোয়েন্টি ম্যাচের স্ট্র্যাটেজি একেবারে অন্য রকম হয়। রিটায়ার্ড আউট আরও বেশি করে ব্যবহার হতে পারে আগামী দিনে। হয়তো এটাই নতুন স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করবে টিমগুলো।

বিরল ঘটনার পর রাজস্থানের ক্য়াপ্টেন সঞ্জু স্যামসন বলছেন, ‘আমরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা মরসুম শুরু হওয়ার আগেও কথা বলেছি। আমরা ভেবে রেখিছলাম, পরিস্থিতি যদি তৈরি হয়, আমরা এই আউটটাকে ব্যবহার করব।’ সিমরন হেটমেয়ার অবশ্য অশ্বিনের সঙ্গে জুটি বেঁধেই ঝড় বইয়ে দিচ্ছিলেন। ম্যাচের পর তিনিও বলেছেন, ‘অশ্বিন যে রিটায়ার্ড হবে, সে সম্পর্কে আমার কোনও ধারনাই ছিল না। তবে ও একটু ক্লান্ত হয়ে পড়েছিল। আমার তো মনে হয়, এটা সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ, অশ্বিনের বদলে পরাগ মাঠে নেমে একটা ছয়ও মেরেছিল।’

ইয়ান বিশপের মতো প্রাক্তন কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের স্ট্র্যাটেজি বদলের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। বিশপ টুইটারে লিখেছেন, ‘অশ্বিনের রিটায়ার্ড আউট কিন্তু নতুন স্ট্র্যাটেজির সন্ধান দিচ্ছে। এই শতাব্দীতে টি-টোয়েন্টিকে আমরা যে ভাবে দেখছি, তাতে নতুন করে ভাবতে বাধ্য হবে।’

অশ্বিনের আউট নিয়ে কোনও বিতর্ক অবশ্য নেই। ক্রিকেটের নিয়মে এই আউট বৈধ। যে বলের পর আম্পায়ারকে জানিয়ে যে কোনও ব্যাটার মাঠ ছেড়ে বেরিয়ে আসতে পারেন। তবে এই আউট আইপিএলে কখনওই প্রয়োগ করা হয়নি। যে কারণে অশ্বিন ইতিহাসে জায়গা পেয়ে গিয়েছেন।

আরও পড়ুন: IPL 2022: কেকেআরের এই ফ্যানগার্লকে চেনেন? রাতারাতি হুড়মুড়িয়ে বেড়েছে এই সুন্দরীর ইন্সটাগ্রাম ফলোয়ার