এখনও সেই আতঙ্ক বয়ে বেড়ায় বিশ্ব ক্রিকেট। ফিলিপ হিউজ। বলের আঘাত লেগেছিল অস্ট্রেলিয়ার এই তরুণ ব্যাটারের। মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আর ফেরানো যায়নি। ফিলিপ হিউজের সেই ঘটনা দুঃস্বপ্নের মতো ফিরে ফিরে আসে। অস্ট্রেলিয়া ক্রিকেটে আতঙ্ক তৈরি করল এমনই এক ঘটনা। সেই ভিডিয়ো ভাইরাল। সকলেই প্রার্থনা করছেন, সব যেন ঠিক থাকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া ক্রিকেটে নেক্সট বিগ থিং মনে করা হয় উইল পুকোস্কিকে। বারবার চোট আঘাত তাঁর স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। যখনই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন, মনে করা হয়েছে এ বার আন্তর্জাতিক ক্রিকেটে রাজ করবে, নতুন চোটে ছিটকে যান। ফের একবার ভয়ঙ্কর চোট উইল পুকোস্কির। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলছিলেন এই তরুণ ব্যাটার। সে সময়ই দুর্ঘটনা।
শেফিল্ড শিল্ডের ম্যাচে রান তাড়া করতে নেমেছিল ভিক্টোরিয়া। তিনে নেমেছিলেন উইল পুকোস্কি। দ্বিতীয় ডেলিভারিতেই দুর্ঘটনা। রাইলি মেরেডিথের একটি বাউন্সার হেলমেটে লাগে। রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় পুকোস্কিকে। হেলমেটের বাঁ দিকে লাগে। ক্রিজেই লুটিয়ে পড়েন। তাঁর সঙ্গে এমন ঘটনা নতুন নয়। বরং খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেরিয়ারে এই নিয়ে ১৩ বার হেলমেটে আঘাত লাগে তাঁর।
Luckless Victorian Will Pucovski, again hit by a short ball. He’s gone off, retired hurt. Awful to see. @9NewsMelb pic.twitter.com/sp1YtP5Owd
— Trent Kniese (@trent_kniese) March 3, 2024
এর আগে মেন্টাল হেলথের কারণে ক্রিকেট থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। চোটের জন্যও তাঁকে অনেকটা সময় ক্রিকেটের বাইরে কাটাতে হয়েছে। কেরিয়ার যেন শুরুই হচ্ছে না!