Rishabh Pant: খুদেদের সঙ্গে শৈশবে ফিরলেন ঋষভ পন্থ, এই খেলাতেও সেরা

Mar 03, 2024 | 6:56 PM

Watch Video: দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মরসুমেই আইপিএলে (IPL) ফিরছেন ঋষভ পন্থ। এই খবর মোটামুটি নিশ্চিত। প্রায় প্রতিদিনই ঋষভকে নিয়ে খুশির খবর পাচ্ছেন তাঁর অনুরাগীরা। এ বার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পন্থ শেয়ার করলেন খুদেদের সঙ্গে মার্বেল খেলার এক মিষ্টি ভিডিয়ো। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Rishabh Pant: খুদেদের সঙ্গে শৈশবে ফিরলেন ঋষভ পন্থ, এই খেলাতেও সেরা
খুদেদের সঙ্গে শৈশবে ফিরলেন ঋষভ পন্থ, এই খেলাতেও সেরা
Image Credit source: X

Follow Us

কলকাতা: দিল তো বাচ্চা হ্যায় জি… ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থের ভাইরাল হওয়া এক ভিডিয়ো দেখলে এ কথাই বলতে ইচ্ছে করবে। ২২ গজে দারুণ দারুণ শট খেলা, লম্বা লম্বা ছক্কা হাঁকাতে ওস্তাদ ঋষভ পন্থ (Rishabh Pant) যে মার্বেল খেলাতেও তুখোড়, ভিডিয়ো না দেখলে বিশ্বাসই করবেন না। ক্রিকেটে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মরসুমেই আইপিএলে (IPL) ফিরছেন ঋষভ পন্থ। এই খবর মোটামুটি নিশ্চিত। প্রায় প্রতিদিনই ঋষভকে নিয়ে খুশির খবর পাচ্ছেন তাঁর অনুরাগীরা। এ বার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পন্থ শেয়ার করলেন খুদেদের সঙ্গে মার্বেল খেলার এক মিষ্টি ভিডিয়ো। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পাড়ার বেশ কয়েকজন বাচ্চাদের সঙ্গে ঋষভ পন্থ মার্বেল খেলেছেন। এ ভাবেই শৈশবে ফিরে গিয়েছেন পন্থ। তিনি কচিকাঁচাদের সঙ্গে মার্বেল খেলার ভিডিয়োতে দেখা গিয়েছে একটি সাদা শর্টস ও সাদা টুপি পরে রয়েছেন। সেই সময় পন্থের গায়ে ছিল একটি রঙিন শার্ট। পায়ে সাদা স্নিকার্স। আর তিনি মুখ ঢেকেছিলেন একটি কাপড়ে। ওই ভিডিয়োর ক্যাপশনে একগুচ্ছ হাসির ইমোজি দিয়ে পন্থ লেখেন, ‘অনেক বছর পর। পাড়ার বাচ্চাদের সঙ্গে।’

আর দিন  ৫ মার্চ এনসিএতে ঋষভ পন্থের ফিটনেস পরীক্ষা। তাতে তিনি পাশ করলে দিল্লি ক্যাপিটালসের আইপিএল শিবিরে যোগ দেবেন। পন্থকে নিয়ে এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ জানিয়েছেন, ঋষভ পন্থ ফিট হয়ে গেলেও তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না। ২২ মার্চ শুরু হবে এ বারের আইপিএল। ১৭তম আইপিএলের দ্বিতীয় দিনই রয়েছে ডাবল হেডার। ২৩ মার্চ বিকেল ৩.৩০ মিনিটে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল যাত্রা শুরু করবে দিল্লি ক্যাপিটালস।

Next Article